Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : এক নজরে পূর্ণাঙ্গ সময়সূচি

t20 world cup 2024
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। ছবি- সংগৃহীত

চলতি বছর ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে আগামী জুনে৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর৷ ব্যাটে-বলের লড়াইয়ে প্রথমবারের মতো এবার অংশগ্রহণ করছে ২০টি দল৷ আফ্রিকা থেকে প্রথমবারের মতো টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে দেখা যাবে উগান্ডাকে৷

ওয়েস্ট ইন্ডিজের পাঁচটি ও যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুতে গড়াবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে মুখোমুখি হবে কানাডা ও স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র। ১৮ জুন পর্যন্ত চলবে গ্রুপপর্বের ম্যাচ৷ ১৯-২৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে সুপার এইটের খেলা৷ এরপর ২৬ ও ২৭ জুন গায়নায় ও ত্রিনিদাদে গড়াবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল৷ ২৯ জুন বার্বাডোসে অনুষ্ঠিত হবে বিশ্ব আসরের ফাইনাল৷ যেখানে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন দলের নাম৷

কোন গ্রুপে কোন দল

গ্রুপ এভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র
গ্রুপ বিইংল্যান্ড, অস্ট্রেলিয়া,স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান
গ্রুপ সিনিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান,পাপুয়া নিউগিনি, উগান্ডা
গ্রুপ ডিদক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নেপাল

প্রতি গ্রুপ থেকে দুটি করে দল অংশগ্রহণ করবে সুপার এইটে৷

এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর সময়সূচি

গ্রুপ পর্বের ম্যাচ

তারিখদল ভেন্যু বাংলাদেশ সময় 
২ জুনযুক্তরাষ্ট্র বনাম কানাডাডালাসভোর ৬টা ৩০
২ জুনওয়েস্ট ইন্ডিজ বনাম পাপুয়া নিউ গিনিগায়ানারাত ৮টা ৩০
৩ জুননামিবিয়া বনাম ওমানবার্বাডোসভোর ৬টা ৩০
৩ জুনশ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকানিউ ইয়র্করাত ৮টা ৩০
৪ জুনআফগানিস্তান বনাম উগান্ডাগায়ানাভোর ৬টা ৩০
৪ জুনইংল্যান্ড বনাম স্কটল্যান্ডবার্বাডোসরাত ৮টা ৩০
৪ জুননেদারল্যান্ডস বনাম নেপালডালাস রাত ৯টা ৩০
৫ জুনভারত বনাম আয়ারল্যান্ডনিউইয়র্করাত ৮টা ৩০
৬ জুনপাপুয়া নিউ গিনি বনাম উগান্ডাগায়ানাভোর  ৫টা ৩০
৬ জুনঅস্ট্রেলিয়া বনাম ওমানবার্বাডোসভোর ৬টা ৩০
৬ জুনযুক্তরাষ্ট্র বনাম পাকিস্তানডালাসরাত ৯টা ৩০
৭ জুননামিবিয়া বনাম স্কটল্যান্ডবার্বাডোসরাত ১টা
৭ জুনকানাডা বনাম আয়ারল্যান্ডনিউ ইয়র্করাত ৮টা ৩০
৮ জুননিউজিল্যান্ড বনাম আফগানিস্তানগায়ানাভোর  ৫টা ৩০
৮ জুনশ্রীলঙ্কা বনাম বাংলাদেশডালাসভোর ৬টা ৩০
৮ জুননেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকানিউ ইয়র্করাত ৮টা ৩০
৮ জুনঅস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডবার্বাডোসরাত ১১টা
৯ জুনওয়েস্ট ইন্ডিজ বনাম উগান্ডাগায়ানাভোর ৬টা ৩০
৯ জুনভারত বনাম পাকিস্তাননিউ ইয়র্করাত ৮টা ৩০

 

t20 world cup trophy

টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। ছবি- সংগৃহীত

৯ জুনওমান বনাম স্কটল্যান্ডঅ্যান্টিগুয়ারাত ১১টা
১০ জুনদক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশনিউ ইয়র্করাত ৮টা ৩০
১১ জুনপাকিস্তান বনাম কানাডানিউ ইয়র্করাত ৮টা ৩০
১২ জুনশ্রীলঙ্কা বনাম নেপালফ্লোরিডাভোর ৫টা ৩০
১২ জুনঅস্ট্রেলিয়া বনাম নামিবিয়াঅ্যান্টিগুয়াভোর ৬টা ৩০
১২ জুনমার্কিন যুক্তরাষ্ট্র বনাম ভারতনিউ ইয়র্করাত ৮টা ৩০
১৩ জুনওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডত্রিনিদাদরাত ৮টা ৩০
১৩ জুনবাংলাদেশ বনাম নেদারল্যান্ডসসেন্ট ভিনসেন্টরাত ৮টা ৩০
১৩ জুনইংল্যান্ড বনাম ওমানঅ্যান্টিগুয়ারাত ১টা
১৪ জুনআফগানিস্তান বনাম পাপুয়া নিউ গিনিত্রিনিদাদরাত ৬টা ৩০

 

১৪ জুনমার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ডফ্লোরিডারাত ৮টা ৩০
১৫ জুনদক্ষিণ আফ্রিকা বনাম নেপালসেন্ট ভিনসেন্টভোর ৫টা ৩০
১৫ জুননিউজিল্যান্ড বনাম উগান্ডাত্রিনিদাদরাত ৬টা ৩০
১৫ জুনভারত বনাম কানাডাফ্লোরিডারাত ৮টা ৩০
১৫ জুননামিবিয়া বনাম ইংল্যান্ডঅ্যান্টিগুয়ারাত ১১টা
১৬ জুনঅস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ডসেন্ট লুসিয়াভোর ৬টা ৩০
১৬ জুনপাকিস্তান বনাম আয়ারল্যান্ডফ্লোরিডারাত ৮টা ৩০
১৭ জুনবাংলাদেশ বনাম নেপালসেন্ট ভিনসেন্টভোর ৫টা ৩০
১৭ জুনশ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডসসেন্ট লুসিয়াভোর ৬টা ৩০
১৭ জুননিউজিল্যান্ড বনাম পাপুয়া নিউ গিনিত্রিনিদাদরাত ৮টা ৩০
১৮ জুনওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তানসেন্ট লুসিয়াভোর ৬টা ৩০

সুপার এইট

তারিখদলভেন্যুবাংলাদেশ সময়
১৯ জুনএ ২ বনাম ডি ১অ্যান্টিগুয়ারাত ৮টা ৩০
২০ জুনবি ১ বনাম সি ২সেন্ট লুসিয়াভোর ৬টা ৩০
২০ জুনসি ১ বনাম এ ১বার্বাডোসরাত ৮টা ৩০
২১ জুনবি ২ বনাম ডি ২অ্যান্টিগুয়াভোর ৬টা ৩০
২১ জুনবি ১ বনাম ডি ১সেন্ট লুসিয়ারাত ৮টা ৩০
২২ জুনএ ২ বনাম সি ২বার্বাডোসভোর ৬টা ৩০
২২ জুনএ ১ বনাম ডি ২অ্যান্টিগুয়ারাত ৮টা ৩০
২৩ জুনসি ১ বনাম বি ২সেন্ট ভিনসেন্টভোর ৬টা ৩০
২৩ জুনএ ২ বনাম বি ১বার্বাডোসরাত ৮টা ৩০
২৪ জুনসি ২ বনাম ডি ১অ্যান্টিগুয়াভোর ৬টা ৩০
২৪ জুনবি ২ বনাম এ ১সেন্ট লুসিয়ারাত ৮টা ৩০
২৫ জুনসি ১ বনাম ডি ২সেন্ট ভিনসেন্টভোর ৬টা ৩০

সেমিফাইনাল

তারিখআসরভেন্যুবাংলাদেশ সময়
২৭ জুনপ্রথম সেমিফাইনালগায়ানাভোর ৬টা ৩০
২৭ জুনদ্বিতীয় সেমিফাইনাল-২ত্রিনিদাদরাত ৮টা ৩০

ফাইনাল

২৯ জুনফাইনালবার্বাডোসরাত ৮টা ৩০

 আরও পড়ুন: ২০২৪ সালে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি

ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৪/টিএইচ/এসএ 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট