বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স। নোয়াখালীর বিপক্ষে মাত্র ৮.৪ ওভারেই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। সিলেটের এমন জয়ের দিনের নায়ক স্পিনার নাসুম আহমেদ। ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ৭ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন নাসুম। বিপিএলে স্পিনারদের মধ্যে এটাই সেরা বোলিং ফিগার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নোয়াখালীকে ৪ উইকেটে হারিয়েছে সিলেট। ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নোয়াখালী, শুরুটা মোটামুটি ভালোই করেছিল প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া দলটি। দলীয় ২৪ রানে ব্যক্তিগত ৬ করে ফেরেন সৌম্য সরকার। মুনিম শাহরিয়ার ফেরেন দলীয় ২৮ রানে, একই রানে ফেরেন ওপেনার হাবিবুর রহমানও।
১০ বলে ১ করে দলীয় ৩৩ রানে ফেরেন সদ্য যোগ দেওয়া মোহাম্মদ নবী৷ এক প্রান্ত ধরে রেখে খেলার চেষ্টা করেন মাহিদুল ইসলাম অঙ্কন। নবীর বিদায়ের পর ১২ বলে ৫ করে ফেরেন অধিনায়ক হায়দার আলী।
হায়দারের বিদায়ের পর রানের কাতা খুলতে পারেননি হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, জাহির খান, বিলাল সামিরা; সকলেই ফিরেছেন শূন্য রানে। শেষ পর্যন্ত ১৪.২ ওভারে মাত্র ৬১ রানেই গুটিয়ে যায় নোয়াখালী।
সিলেটের হয়ে একাই ৫ উইকেট নিয়ে নোয়াখালীকে গুঁড়িয়ে দেন স্পিনার নাসুম আহমেদ। একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, ওমরজাই, মিরাজরা।
এতদিন স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের। ৩.৫ ওভার বল করে ৫ উইকেটে নিতে সাকিব খরচ করেছিলেন ১৬ রান। তবে আজ সাকিবের সেই রেকর্ড ভেঙে বিপিএলে স্পিনারদের মাধ্যে বোলিং ফিগারের রেকর্ড গড়েন নাসুম।
উল্লেখ্য, উইকেট নিয়েছেন পাঁচটি।বিপিএলর ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি পেসার তাসকিন আহমেদের দখলের। বিপিএলের গত আসরে রাজশাহীর হয়ে ঢাকার বিপক্ষে মাত্র ১৯ রান খরচ করে একাই সাতটি উইকেট নিয়েছিলেন তিনি। তালিকার দুই নম্বরে অবস্থান মোহাম্মদ আমিরের ১৭ রানের খরচায় তিনি নেন ছয়টি উইকেট।
৬২ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় সিলেট। তবে ওপেনার তৌফিক খান ও জাকির হাসন মিলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান।
দলীয় ৫৪ রানে ঝোড়ো ৩২ রানের ইনিংস খেলে ফেরেন তৌফিক। এমন সহজ লক্ষ্যের দিনে ব্যর্থ আফিফ, ফিরেছেন ২ করে। শেষদিকে জাকির ফেরেন ২৪ করে। ততক্ষণে জয়ের কিনারায় দাঁড়িয়ে সিলেট, মঈন আলির অপরাজিত ১ রানে জয় পায় স্বাগতিকরা।
ক্রিফোস্পোর্টস/৫জানুয়ারি২৬/এআই
