বিপিএলের লিগ পর্ব শেষ করে এবার নকআউটের মঞ্চে পা রাখছে দলগুলো। শেষ চারের লড়াইয়ে আগামীকাল এলিমিনেটরে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সিলেট টাইটান্স। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলটির বিদেশি ক্রিকেটার ইথান ব্রুকস জানিয়েছেন রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটই খেলতে চায় তারা।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ব্রুকস। সেখানে তিনি জানান, নকআউট ম্যাচে শুরু থেকেই ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামতে চায় সিলেট। তার মতে, রংপুর শক্তিশালী দল, তাই টিকে থাকতে হলে নিজেদের সেরাটাই খেলতে হবে।
ব্রুকস বলেন, কালকের ম্যাচটা একেবারে নকআউট। এখানে ভুলের সুযোগ নেই। আমাদের পরিকল্পনা পরিষ্কার আক্রমণাত্মক ক্রিকেট খেলব। তবে উইকেট যদি দ্রুত পড়ে যায়, তখন পরিস্থিতি বুঝে স্মার্ট ক্রিকেট খেলাটাও জরুরি।
দলের প্রস্তুতি ও পরিবেশ নিয়ে তিনি সন্তুষ্ট। অনুশীলনে সবাই ফুরফুরে মেজাজে আছে বলেও জানান এই অলরাউন্ডার। ব্রুকসের মতে, সিলেট ভালো ক্রিকেট খেলছে এবং সেই আত্মবিশ্বাস নিয়েই এলিমিনেটরে নামবে তারা।
প্লে-অফের চাপ নিয়ে প্রশ্ন করা হলে ব্রুকস বলেন, এখন মাত্র তিনটা ম্যাচ বাকি। একটা ম্যাচ ধরে ভাবলে চলবে না। প্রতিটা বল, প্রতিটা মুহূর্তে নিজেদের সর্বোচ্চটা দিতে হবে। সবাই এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।
সব মিলিয়ে রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক শুরু এবং পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বদলের প্রস্তুতিই নিয়েছে সিলেট টাইটান্স। মাঠে তার বাস্তবায়নই এখন দেখার বিষয়। শক্তিমত্তাতেও রংপুরের চেয়ে পিছিয়ে নেই সিলেট। দলে আগে থেকেই মঈন আলী ছিলেন। এছাড়া এখন যোগ দিয়েছেন আরেক ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস।
প্রসঙ্গত, শেষ চারের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার বেলা ১টায় শুরু হবে এলিমিনেটর। রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটানস মুখোমুখি হবে। একই দিন সন্ধ্যা ৬টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। বুধবার সন্ধ্যা ৬টায় দ্বিতীয় কোয়ালিফায়ার, আর শুক্রবার একই ভেন্যুতে সন্ধ্যা ৬টায় শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৬/টিএ
