বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের ধামামা বেজে উঠেছে। ইতোমধ্যে বিপিএলের দল চূড়ান্ত হয়েছে। এবারের আসরে অংশ নেবে পাঁচটি ফ্রাঞ্চাইজি। গত আসর থেকে এবার দুটি দল কমেছে। আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে নতুন আসর। টুর্নামেন্টেটি সামনে রেখে দল গোছানোর প্রস্তুতি শুরু করেছে ফ্রাঞ্জাইজিগুলো।
বিপিএলের এবারের আসরের জন্য মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে নিয়েছে সিলেট টাইটান্স। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে ফ্রাঞ্চাইজিটি তাদের দলে ভিড়িয়েছ। ফ্রাঞ্চাইজিটির বিশ্বস্ত সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশের একটি ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম।
বিপিএলের সবশেষ আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন মিরাজ ও নাসুম। ফ্রাঞ্চাইজিটির অধিনায়কের দায়িত্বে ছিলেন এই অলরাউন্ডার। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্টসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি। তার নেতৃত্বে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলেছিল দলটি। তবে এবারের আসরে থাকছে না খুলনার কোনো ফ্রাঞ্চাইজি। তাই নতুন ঠিকানায় যোগ দিলেন মিরাজ। সিলেটের নেতৃত্বেও দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে।
এদিকে নাসুম গত তিন আসরে খুলনার প্রতিনিধিত্ব করেছেন। সবশেষ আসরে বল হাতে ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে বল হাতে দারুণ সময় পার করছেন তিনি। এবার বিপিএলেও নতুন রূপে দেখা যেতে পারে এই স্পিনারকে।
এবারের বিপিএলে নতুন মালিকানা পেয়েছে সিলেট। আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ক্রিকেট উইথ সামি’। গত আসরে ফ্রাঞ্চাইজিটির নাম ছিল সিলেট স্ট্রাইকার্স। তবে এবার বোর্ডের পক্ষ থেকে সিলেট টাইটান্স নাম ঠিক করে দেওয়া হয়েছে। যা আর পরিবর্তন করতে পারবে না ফ্রাঞ্চাইজিটি।
এছাড়া বাকি চার ফ্রাঞ্চাইজির মধ্যে রংপুর রাইডার্স, ও ঢাকা ক্যাপিটালসের নামে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে দুর্বার রাজশাহীর নাম বদলে রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং কিংসের নাম বদলে চিটাগং রয়েলস করা হয়েছে।
আগামী ১৭ নভেম্বর বিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হবে। সব ঠিক থাকলে ডিসেম্বরের ১৯ তারিখ পর্দা উঠবে এবারের আসরের।
ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/বিটি