Connect with us
ক্রিকেট

বিশ্বের সেরা সাত সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ডের ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ‘ক্রিকেট ৩৬৫’। সেই তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

সিলেটের এয়ারপোর্ট রোডে অবস্থিত এই স্টেডিয়ামটি সবুজ পাহাড় ও চা-বাগানে ঘেরা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মাঠে ক্রিকেট খেলা দেখতে আসা যে কারও মন ভরে যায়। দেশি-বিদেশি ক্রিকেটার ও ধারাভাষ্যকাররাও বহুবার এই মাঠের সৌন্দর্যের প্রশংসা করেছেন।

২০০৭ সালে নির্মিত হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ২০১৪ সালের ১৭ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচ দিয়ে এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের সূচনা হয়। এরপর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) তত্ত্বাবধানে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হয়েছে।



ক্রিকেট ৩৬৫ তাদের প্রতিবেদনে লিখেছে, “বাংলাদেশের উত্তর-পূর্বে পাহাড় ও সবুজ চা-বাগানের মাঝখানে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম চোখের জন্য এক আনন্দের স্থান। সকালে বা সন্ধ্যায় যখন কুয়াশা নেমে আসে আর আলো-ছায়ার খেলা চলে, তখন মাঠের সৌন্দর্য আরও বেড়ে যায়।”

সিলেটের পাশাপাশি ‘ক্রিকেট ৩৬৫’ এর তালিকায় রয়েছে আরও ছয়টি স্টেডিয়াম। সেগুলো হলো দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল, ভারতের ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম, পাকিস্তানের গওয়াদর ক্রিকেট স্টেডিয়াম, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট স্টেডিয়াম।

সিলেটের এই স্টেডিয়ামের স্বীকৃতি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য গর্বের বিষয় কারণ এটি শুধু ক্রিকেট নয়, দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও দেশের নাম বৈশ্বিকভাবে তুলে ধরার জন্যও তা গুরুত্বপূর্ণ।

ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট