Connect with us
ক্রিকেট

কুমিল্লার বিপক্ষে ৭৮ রানে অলআউট সিলেট, টানা তৃতীয় হার

Comilla Victorians vs Sylhet Strikers
সিলেটকে ৫২ রানে হারিয়েছে কুমিল্লা। ছবি- সংগৃহীত

হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। আসরের প্রথম ম্যাচে জয় পেলেও পরবর্তী ৩ ম্যাচে টানা হেরেছে মাশরাফির নেতৃত্বাধীন দলটি। আজ (শুক্রবার) নিজেদের চতুর্থ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৫২ রানে হেরেছে সিলেট।

সিলেটে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্ট্রাইকার্স দলপতি মাশরাফি। কুমিল্লা প্রথমে ব্যাটিংয়ে নেমে তেমন সুবিধে করতে পারেনি। ইমরুল কায়েসর ৩০, জাকের আলির ২৯, খুশদিল হাশর ২১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কেবল ১৩০ রান তুলতে সক্ষম হয় লিটনবাহিনী। স্ট্রাইকার্সের হয়ে সামিত প্যাটেল ৩ টি এবং রিচার্ড এনগাবারা ২ টি উইকেট নেন।

১৩১ রানের জয়ের লক্ষ্য অনেকটা সহজ মনে হলেও তা কঠিন করে দেয় কুমিল্লার বোলাররা। আলিস-ফোর্ডেদের বোলিং তোপে মাত্র ২৮ রানেই ৬ উইকেট খুইয়ে বসে সিলেট। ৭ম উইকেটে জাকির হাসান ও রায়ার্ন বার্লের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে সিলেট।

তবে ৬৮ রানের মাথায় বার্ল ফিরে গেলে একই ওভারে ফিরে যান জাকির। শেষ পর্যন্ত ১৬.২ ওভারে ৭৮ রানে গুটিয়ে যায় মাশরাফিবাহিনী। সিলেটের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন জাকির।

কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৪ টি উইকেট নেন আলিস ইসলাম। এছাড়া রসটন চেজ ২ টি এবং ফোর্ডে, তানভির ও খুশদিল ১ টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৩০/৮ (২০ ওভার)
সিলেট স্ট্রাইকার্স: ৭৮/১০ (১৬.২ ওভার)
ফলাফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫২ রানে জয়ী

আরও পড়ুন:খুলনার বিপক্ষে ২৮ রানে হারল সাকিব-সোহানদের রংপুর রাইডার্স 

ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৪/এমটি 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট