Connect with us
ক্রিকেট

বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন স্বর্ণা

Sworna sets the record for the fastest fifty for Bangladesh.
৩৪ বলে ফিফটি তুলে নিয়ে রেকর্ডবুকে স্বর্ণা আক্তার। ছবি- আইসিসি

বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেললেন স্বর্ণা আক্তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৪ বলের রেকর্ডগড়া ফিফটি তুলেছেন এই ব্যাটার। তাতে বাংলাদেশের ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম ফিফটির মালিক বনে গেলেন এই ১৮ বছর বয়সী ক্রিকেটার।

আজ (সোমবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪ বলে ৩ চার ও ৩ ছক্কার মারে ফিফটি তুলে নেন স্বর্ণা। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি। নিজের ২১তম ম্যাচে এসে প্রথম ফিফটির দেখা পেলেন স্বর্ণা। আর সেটাও হলো রেকর্ডগড়া।

এদিন ব্যাটিংয়ে নেমে ৪০ ওভারে দেড়শ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৪১তম ওভারের প্রথম বলে ফিরে যান নিগার সুলতানা জ্যোতি। তৃতীয় উইকেট হারানোর পর ব্যাটিংয়ে আসেন স্বর্ণা। ক্রিজে এসেই মেরে খেলতে শুরু করেন তিনি। ইনিংসের ৪৭তম ওভারে তুমি শেখুখুনেকের ওভারে ১ ছক্কা ও ২টি চার হাঁকান এই ব্যাটার। শেষ পর্যন্ত ৩৪ বলে পৌঁছে যান ফিফটিতে।



বাংলাদেশের পাশাপাশি চলতি বিশ্বকাপের দ্রুততম ফিফটিও তুলে নিয়েছেন স্বর্ণা। গতকাল ভারতের বিপক্ষে ৩৫ বলে ফিফটি তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। আজ তার চেয়ে এক বল কম খেলেই ফিফটি রানে পৌঁছে যান স্বর্ণা।

এই তালিকায় স্বর্ণা ও হিলির পরেই আছেন দক্ষিণ আফ্রিকার নাদিন দি ক্লার্ক। ভারতের বিপক্ষে ৪০ বলের ফিফটি হাকিয়েছিলেন তিনি। আরেক অজি ব্যাটার অ্যাশ গার্ডনার আছেন চার নম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৩ বলে ফিফটি করেছিলেন। এছাড়া পাঁচে আছেন আরেক প্রোটিয়া ব্যাটার তাজমিন ব্রিটস। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ফিফটি করেছিলেন এই ওপেনার।

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট