
টানা দুই ম্যাচে হেরে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত ছিল ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসির (আরটিসি)। তবে শেষ ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করলো তারা। লাওসের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লাওসের মাস্টার এফসিকে ৫-০ গোলে হারিয়ে দিয়েছেন রানী-আফঈদারা।
এই ম্যাচে ভুটানের দলটির হয়ে একটি গোল করেন বাংলাদেশের স্বপ্না রানী। এছাড়া জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকারসহ বাংলাদেশের আরও চার ফুটবলার- তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা খেলছেন ভুটানের এই ক্লাবে।
ম্যাচে চতুর্থ মিনিটেই লিড নেয় আরটিসি। আর ১২ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে চমৎকার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন স্বপ্না।
এদিন শুরুর একাদশে ছিলেন তিন বাংলাদেশি ফুটবলার- স্বপ্না, তহুরা ও শামসুন্নাহার।
এর আগে আরটিসি প্রথম ম্যাচে চাইনিজ তাইপের ক্লাবের কাছে ২-০ ও দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার ক্লাবের কাছে ৭-০ গোলে হারে। শেষ ম্যাচে বড় জয়ে টুর্নামেন্ট শেষ করলো টানা দুই মৌসুমে ভুটান উমেন্স লিগ চ্যাম্পিয়নরা।
ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৫/এনজি
