Connect with us
ক্রিকেট

বিপিএলে স্থগিত ম্যাচগুলো মাঠে গড়াবে ৪ জানুয়ারি

BPL Match
বিপিএল ২০২৫-২৬। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ও সরকারি ছুটি ঘোষণা করা হয়। গতকালের স্থগিত হওয়া ম্যাচগুলো আজকে আয়োজনের কথা ছিল। কিন্তু জাতীয় শোকের কারণে স্থগিত হওয়া বিপিএলের দুটি ম্যাচ নতুন সূচিতে অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরদিন বিপিএলের সিলেট পর্বে নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করা হয়। শুরুতে জানানো হয়েছিল, ম্যাচগুলো আজই মাঠে গড়াবে। তবে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে বিসিবি জানায়, বুধবার সাধারণ ছুটির দিনে কোনো ম্যাচ আয়োজন করা হবে না। ফলে স্থগিত ম্যাচ দুটির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী রবিবার (৪জানুয়ারি)।

স্থগিত হওয়া প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের। দিনের দ্বিতীয় ম্যাচে লড়ার কথা ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের। নতুন সূচিতেও দুই ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।



বিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবারের নির্ধারিত ম্যাচগুলো আগের সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। তবে সিলেট পর্বের সময়সীমা বাড়ায় টুর্নামেন্টের পরবর্তী ধাপে কিছুটা প্রভাব পড়ছে। পরিকল্পনা অনুযায়ী সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল শুক্রবার, আর সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল চট্টগ্রাম পর্ব।

রবিবার সিলেটে ম্যাচ আয়োজনের কারণে চট্টগ্রাম পর্ব যে পিছিয়ে যাচ্ছে, সেটি প্রায় নিশ্চিত। বিসিবি জানিয়েছে, পুরো টুর্নামেন্টের সংশোধিত সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে।

হঠাৎ সূচি পরিবর্তনে দলগুলোর প্রস্তুতিতে বাড়তি চাপ তৈরি হলেও, উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্তকেই বাস্তবসম্মত বলে মনে করছে বোর্ড।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এছাড়াও সাকিব,তামিম,মাশরাফি, মুশফিক লিটনসহ জাতীয় সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন।

ক্রিফোস্পোর্টস/৩১ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট