বড় চমক রেখে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত। বিশ্বকাপ দলে জায়গা হয়নি দেশটির টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুবমান গিলের। ঘরের মাঠে এই তারকা ব্যাটারকে ছাড়াই বিশ্বকাপ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।
আজ শনিবার (২০ ডিসেম্বর) ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে জায়গা হয়নি শুবমান গিলের। বিশ্বকাপেও ভারতকে নেতৃত্ব দেবেন দলটির নিয়মিত অধিনায়ক সূর্যকুমার যাদব। আর তার ডেপুটি হিসেবে থালছেন স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

শুবমান গিলকে ছাড়াই বিশ্বকাপ খেলবে ভারত। ছবি- বিসিসিআই
মূলত টি-টোয়েন্টিতে ব্যাট ছন্দে না থাকায় বাদ পড়েছেন শুবমান। সবশেষ এশিয়া কাপে ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তবে ব্যাট হাতে রাঙাতে পারেননি এই তারকা। ৭ ইনিংসে ২১.১৭ গড় ও ১৫১.১৯ স্ট্রাইক রেটে ১২৭ রান করেছিলেন তিনি। এরপর অস্ট্রেলিয়া সফরে ৫ ইনিংসে করেন ১৩২ রান। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে ৩ ইনিংসে করেন মাত্র ৩২ রান।
সবমিলিয়ে ১৮ ইনিংসে কোনো ফিফটি করতে পারেননি শুবমান। যে কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন এই তারকা। এছাড়া বিশ্বকাপ দলে জায়গা হয়নি জিতেশ শর্মাও। তবে রিংকু সিং সঞ্জু স্যামসনের রেখেই দল দিয়েছে ভারত। দুই বছর পর দলে ফিরেছেন ঈশান কিশান। সদ্য শেষ হওয়া সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সর্বোচ্চ রান (৫১৭) করেন তিনি। যা নজর কেড়েছে নির্বাচকদের।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।বিশ্বকাপের জন্য ঘোষিত দলই এই সিরিজে খেলবে। ভারতের মাটিতে ২১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সিরিজের পাঁচটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার মাটিতে পর্দা উঠবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারের আসরে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এছাড়া বাকি তিন প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।
আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। এরপর ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এরপর ১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড :
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।
ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৫/বিটি
