Connect with us
ক্রিকেট

বিপিএলের হীরাখচিত ট্রফি উন্মোচনে চমক

BPL TROPHY
ট্রফি উন্মোচনে দুই দলের অধিনায়ক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন চমক রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের। এরই ধারাবাহিকতায় এবারের চ্যাম্পিয়নদের দেওয়া হবে নতুন ট্রফি। দুবাইয়ে সুনিপুণ ডিজাইনে এবার বানানো হয়েছে ২৫ লাখ টাকার হীরাখচিত ট্রফি। 

হীরাখচিত এই ট্রফির মাঠে আগমনও ঘটেছে ভিন্নভাবে। আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালে মুখোমুখি হবে।

টুর্নামেন্টের আগে থেকেই আলোচনায় এই ব্যয়বহুল ট্রফি। তবে এতদিন এই ট্রফি সামনে না আনায় হয়েছে সমালোচনাও। আজ ফাইনাল ম্যাচ শুরুর আগে বেলা সাড়ে ৪টায় হয় সেই ট্রফির উন্মোচন। লাল কাপড়ে ঢেকে ট্রফিটি হেলিকপ্টার থেকে নামিয়ে মাঠে রাখেন যুব দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। এরপর ফাইনালের দুই অধিনায়ক শেখ মেহেদি হাসান ও নাজমুল হোসেন শান্ত মিলে উন্মোচন করেন বিপিএলের নতুন ডিজাইনের এই ট্রফি। এসময় মাঠের চারপাশ থেকে ওড়ানো কালার স্মোক। এই পর্ব শেষ করে বিশেষ গাড়িতে করে মাঠের চারপাশে ঘোরানো হয় ট্রফি।



বিপিএলের ১১ আসরে দুইবার করে ফাইনাল খেলেছেন রাজশাহী ও চট্টগ্রাম। ২০১৩ সালের পর ২০২৫ সালেও রানার্স-আপ হয়েছে চট্টগ্রাম। তাদের এবার প্রথম শিরোপার চেষ্টা। অন্যদিকে, ২০১৬ সালের পর ২০২০ সালেও ফাইনাল খেলে রাজশাহী। এর মধ্যে ২০২০ সালে একমাত্র শিরোপা জেতে তারা।

এবারের আসরে তিন ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী ও চট্টগ্রাম। প্রথম পর্বের দুই ম্যাচে দুই দলের জয় ছিল একটি করে। পরে কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনালের টিকেট নিশ্চিত করে চট্টগ্রাম। আজ শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি।

ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৬/এআই

Crifosports announcement

Focus

More in ক্রিকেট