Connect with us
ক্রিকেট

সিপিএলে ইতিহাস গড়লেন সুনীল নারাইন, ছাড়িয়ে গেলেন ব্রাভোকে

Sunil Narine
সিপিএলে সুনীল নারাইন। ছবি- সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর সর্বকালের সেরা উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে এসেছেন ত্রিনবাগো নাইট রাইডার্স এর তারকা স্পিনার সুনীল নারাইন। শীর্ষ উইকেট শিকারি হওয়ায় নারিন পেছনে ফেলেছেন তারই জাতীয় দলের একসময়ের সতীর্থ ডোয়াইন ব্রাভোকে।

আজ অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকন্সের বিপক্ষে ম্যাচে ফ্যালকন্সের অধিনায়ক ইমাদ ওয়াসিমকে ক্যাচ আউট করার মাধ্যমে তার ১৩০তম সিপিএল উইকেট পূর্ণ করেন নারাইন। এর আগে ১২৯ উইকেট নিয়ে ব্রাভোর সঙ্গে যৌথভাবে শীর্ষ উইকেট শিকারির তালিকার শীর্ষ ছিলেন নারাইন।

ম্যাচে প্রথমে ব্যাট করে ফ্যালকন্স ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করতে সক্ষম হয়। সাকিব আল হাসান ৯ বলে ২৬ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন। ইনিংসে চার ওভার বল করে ৩৬ রানে এক উইকেট শিকার করেন নারাইন।



জবাবে, দ্বিতীয় ইনিংসে ট্রিনবাগো নাইট রাইডার্স ১৫ বল বাকি থাকতেই মাত্র এক উইকেট হারিয়ে ১৬৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে পুরান ৫৩ বলে ৯০ এবং হেলস ৪০ বলে ৫৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

সিপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় এখন ১৩০ উইকেট নিয়ে শীর্ষে সুনীল নারাইন, ১২৯ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ডোয়াইন ব্রাভো এবং ১২৫ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি স্পিনার ইমরান তাহির।

ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট