Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টিতে ৬০০ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন সুনীল নারিন

Sunil Narine
৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন নারিন। ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি লিগ মানেই যেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের ছড়াছড়ি। বিশ্বজুড়ে এমন কথাই বেশি প্রচলিত। এর ব্যতিক্রম নয় সুনিল নারিনও। সেখানে আরও একবার নিজের কিংবদন্তি অবস্থান পাকা করলেন এই ক্যারিবীয় স্পিনার। বয়স ৩৭ হলেও তার বলের ধার কমেনি একটুও। উল্টো বল হাতে আবারও ছুঁলেন এক অনন্য মাইলফলক। ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন তিনি।

বুধবার আবুধাবিতে আইএলটি২০–তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে নেমে টি–টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ারের ৬০০তম উইকেটের এই রেকর্ড গড়েন নারিন। টম অ্যাবেলকে আউট করেই ইতিহাসে নিজের নাম লেখান তিনি। তবে তার ৬০০ উইকেটের দিনে সম্মান জানাতেও ভুলেনি তার ক্লাব এমআই এমিরেটস কর্তৃপক্ষ। ম্যাচ শেষে তাকে উপহার দেওয়া হয় ‘৬০০’ নাম্বার জার্সি। মূলত ফ্র্যাঞ্চাইজি পক্ষ থেকে অর্জনটাকে স্মরণীয় করে রাখতেই ছোট্ট স্বীকৃতি।

Gift from MI Emirates



বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যারা নিয়মিত চোখ রাখেন, তাদের কাছে নারিনের এই অর্জন কোনো অপ্রত্যাশিত কিছু নয়। কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে ত্রিনবাগো, লস অ্যাঞ্জেলেস কিংবা আবুধাবি নাইট রাইডার্স চারটি দলে বছরের পর বছর খেলে গেছেন তিনি। অভিজ্ঞতা, বৈচিত্র্য ও চাপ সামাল দেওয়ার ক্ষমতা মিলিয়ে এখনো তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য বোলারদের একজন হিসেবে গড়ে উঠেছেন। তাছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও অনেক দলের হয়ে খেলেছেন এই কিংবদন্তি।

টি–টোয়েন্টিতে ৬০০ উইকেটের রেকর্ড খুব বেশি ক্রিকেটার করতে পারেননি। শীর্ষে আছেন রশিদ খান (৬৮১), আর তার পরই আছেন ডোয়াইন ব্রাভো (৬৩১)। তাদের পরেই এখন তৃতীয় অবস্থানে সুনিল নারিন। এখনো তিনি ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে দাপটের সহিত খেলে যাচ্ছেন। এর ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আরও অনেক রেকর্ডই নিজের করে নিবেন তিনি।

নারিনের মাইলফলক ঘিরে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে জানিয়েছে এটা শুধু একজন খেলোয়াড়ের সাফল্য নয়, বরং টি–টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘ সময় ধরে একই ধারায় পারফর্ম করে যাওয়ার এক নজির। ফ্র্যাঞ্চাইজির মতে, নারিনের এই রেকর্ড ভবিষ্যতেও বিশ্ব ক্রিকেটের ইতিহাসে আলাদাভাবে উল্লেখ করা হবে।

ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট