Connect with us
ক্রিকেট

সুজন আর টাইগারদের টিম ডিরেক্টর নন?

Khaled mahmud sujon
খালেদ মাহমুদ সুজন (ফাইল ছবি)

বাংলাদেশ ক্রিকেট ও বোর্ডের নিবেদিতপ্রাণ ও সংগঠক হিসেবেই পরিচিত খালেদ মাহমুদ সুজন। তিনি জাতীয় দলের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন। তবে অনেক দিন ধরে তাকে সেই ভূমিকায় দেখা যাচ্ছে না।

গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজ থেকেই দলের সঙ্গে টিম ডিরেক্টর হিসেবে দেখা নেই সুজনের। এরপর ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড খেলে গেল। এর আগে বিসিবি জানিয়েছিল, জাতীয় দল দেশের বাইরে গেলে তখন তাকে এই দায়িত্ব দিয়ে আবারও পাঠানো হবে। তবে আগামী মাসেই ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ, সেই দলের সঙ্গে যাচ্ছেন না তিনি! এমনটাই জানা গেছে। এরপরই গুঞ্জন-সুজন আর টাইগারদের টিম ডিরেক্টর নন?

এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মূলত কোচ চান্দিকা হাতুরাসিংহে আসার পর অনেক কিছুই পাল্টে গেছে। সুজনের সঙ্গে কোচের সম্পর্ক অনেক ভালো হলেও তিনিই হয়তো এ পদের প্রয়োজনীয়তা দেখছেন না।

এদিকে বোর্ড এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু না জানালেও আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, মে মাসের ৯, ১২ ও ১৪ তারিখ ইংল্যান্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ৩টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে।

আরও পড়ুন: আইপিএলে মুস্তাফিজের চেয়ে ৩ দিন বেশি সময় পাচ্ছেন লিটন

ক্রিফোস্পোর্টস/১০এপ্রিল২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট