
এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরেছিল। পরেই ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে একাদশে বড় পরিবর্তন এনেছিল টাইগাররা। একাদশে বড় পরিবর্তনের পর এসেছে সাফল্যও। বাঁচা-মরার ম্যাচে ফেবারিট হিসেবে খেলতে নামা আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা জিইয়ে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আফগানিস্তানের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন এনেছিল বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদি, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামকে বাদ দেয়া হয়েছিল। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছিলেন সাইফ হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। তারা প্রত্যেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে দলের জয়ে অবদান রাখেন।
আফগান ম্যাচে একাদশে এমন পরিবর্তন আনাটাকে প্রশংসনীয় বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দলে কিছু কৌশলগত পরিবর্তন আনা হয়েছিল। এসব বিষয়ে আমরা সরাসরি যুক্ত নই, এগুলো টিম ম্যানেজমেন্ট করে। দলের এমন পরিবর্তনগুলো যেভাবে কাজে দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। সব মিলিয়ে দারুণ এক জয়।’
বোলারদের প্রশংসা করে বুলবুল বলেন, ‘তাসকিন, নাসুম দারুণ বল করেছে। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে রিশাদ। কখন, কীভাবে বল করতে হবে—তা সে দেখিয়ে দিয়েছে। দুটি স্পেলে চার ওভার বোলিং করেছে, দুই স্পেল দেখেই মনে হয়েছে সে এক ভিন্ন বোলার।’
বাংলাদেশ সুপার ফোরে খেলবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে বি-গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তানের শেষ ম্যাচে। সুপার ফোরে যেতে বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়। শেষ ম্যাচে আফগানিস্তান হেরে গেলে নেট রান রেটের কোনো ঝামেলা ছাড়াই পয়েন্টে এগিয়ে থেকে সুপার ফোর নিশ্চিত হবে টাইগারদের।
বাংলাদেশের সুপার ফোরে খেলা নিয়ে আশাবাদী বিসিবি সভাপতিও। বুলবুল বলেন, ‘ছেলেরা নিজেদের সবটা দিয়ে চেষ্টা করেছে। এই রাউন্ডের তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতেছি। এখন শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলের জন্য অপেক্ষা। আশা করছি, আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারব ইনশাআল্লাহ।’
ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৫/বিটি
