আয়ারল্যান্ডের বিপক্ষে পরাজয় দিয়ে শুরু হল বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে প্রথম ম্যাচে আইরিশদের কাছে ৩৯ রানে পরাজিত হয়েছে টাইগাররা। ম্যাচ শেষে সফরকারীদের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে কথা বলেছেন লরকান টকার। যেখানে পাওয়ার প্লেতে বাংলাদেশের বিপক্ষে সফলতার গল্প শুনিয়েছেন এই আইরিশ।
আয়ারল্যান্ডের দেওয়া ১৮২ রানের বড় লক্ষ্যের জবাবে বাংলাদেশ সংগ্রহ করতে পারে মাত্র ১৪২ রান। শেষ দিকে তাওহীদ হৃদয়ের ৮৩ রানের ইনিংসে কেবল ব্যবধান কমেছে পরাজয়ের। এদিন জবাব দিতে নেমে নিজেদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে পাওয়ার প্লেতে দ্বিতীয় সর্বনিম্ন ২০ রান সংগ্রহ করে টাইগাররা। আর এতেই তারা হারায় নিজেদের ৪ উইকেট।
সেখানেই বড় টার্গেটের ম্যাচে জয় থেকে ছিটকে যায় বাংলাদেশ। বিষয়টি উল্লেখ করে টকার সাংবাদিকদের বলেন, ‘পাওয়ারপ্লের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে খুব বেশি দল জিততে পারেনি আসলে। ফলে আমরা এটা জানতাম। সবাই কঠোর পরিশ্রম করে গেছে। অ্যাকুরেট হতে চেয়েছে সবাই। বাংলাদেশকে ক্রমাগত চাপে রাখতে চেয়েছে লম্বা সময় ধরেই। এভাবেই সবাই সফল হয়েছে।’
এদিকে মাত্র ১৩ রান খরচায় টাইগারদের ৪ উইকেট শিকার করেন ম্যাথু হামফ্রেস। হামফ্রেসের বোলিং নিয়ে লরকান টকার বলেছেন, ‘(হামফ্রেস) দারুণ অ্যাকুরেট বোলিং করে গেছে। লাইন মেইনটেইন করে গেছে। সে নিজের কাজের জন্য পুরস্কারও পেয়েছে। দারুণ স্পেল ছিল। সব মিলিয়ে বেশ ভালো করেছে।’
সিরিজে ভালো শুরু প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ সিরিজটা ভালোভাবে শুরু করতে পেরেছি। আমরা ব্যাট হাতে বেশ ইতিবাচকভাবে শুরু করতে চেয়েছি। টপ অর্ডার থেকে ভালো রান এসেছে। দারুণ আত্মবিশ্বাসও পেয়েছি আমরা। দারুণ ইতিবাচকভাবে খেলতে চেয়েছি। বাংলাদেশের জন্য কাজটা কঠিন বানিয়ে দিতে চেয়েছি। আমরা ফলও পেয়েছি।’
বাজে বলে সুযোগ নেওয়ার কথা জানিয়ে টকার আরও বলেছেন, ‘নিজেদের শক্তিতে খেলার প্ল্যান ছিল আমাদের। ব্যাটাররা নিজেদের শক্তিতে আস্থা রেখে শট খেলেছে। এভাবেই রান তুলেছে। আসলে আমরা চেয়েছি শুধু ভালো স্কোর দাঁড় করাতে। বাংলাদেশ বাজে বল দিলে আমরা ফায়দা নিতে চেয়েছি, বাউন্ডারি বের করতে চেয়েছি।’
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল চট্টগ্রামের জুহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/এফএএস