Connect with us
ক্রিকেট

মাঠে অদ্ভূত ঘটনার জন্ম, বিপাকে পড়তে পারেন ঋষভ পান্ত

Rishabh
সেঞ্চুরির পর ডিগবাজি মেরে নজর কেড়েছিলেন। আর আম্পায়ারের সাথে দুর্ব্যবহারে পড়েছেন রোষানলে।

প্রত্যাবর্তনের গল্প লিখে করেছিলেন সেঞ্চুরি, মাঠেই মেতে উঠেছিলেন নিজের ট্রেডমার্ক ‘ডিগবাজি’ উদযাপনে। ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে উজ্জ্বল ছিলেন ভারতের ব্যাটার ঋষভ পান্ত। কিন্তু তৃতীয় দিনে একটি অদ্ভুত ঘটনার জন্ম দিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ।

মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে রাগে বল ছুড়ে দেন তিনি। এই আচরণের জন্য আইসিসির নিয়ম অনুযায়ী পান্তকে শাস্তির মুখে পড়তে হতে পারে, এমনকি এক ম্যাচের জন্য নির্বাসিতও হতে পারেন তিনি।

ঘটনার শুরু তৃতীয় দিনের খেলা শুরুর ঘণ্টাখানেক পর। তখন ৬১ ওভার শেষ হয়েছে। ভারতের পেসার জসপ্রিত বুমরাহ আম্পায়ার ক্রিস গাফানির কাছে বল বদলের অনুরোধ জানান। কিন্তু আম্পায়ার সেই অনুরোধে সাড়া দেননি। কিছুক্ষণ পর পান্ত অপর আম্পায়ার পল রাফায়েলের কাছে একই অনুরোধ করেন।


আরও পড়ুন:

» মিরাজের অধিনায়কত্বে শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে দল ঘোষণা

» উৎসবের গ্যালারি মুহূর্তে রূপ নিল হৃদয়বিদারক বেদনায়


রাফায়েল বলের আকার পরখ করার জন্য নির্ধারিত যন্ত্র ব্যবহার করেন এবং জানান, বলের আকার স্বাভাবিক রয়েছে। এই সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে পান্ত প্রকাশ্যেই রাগ দেখান এবং বল ছুড়ে দেন। এরপর তিনি নিজের জায়গায় ফিরে যান, তবে রাফায়েলের মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল, তিনি পান্তের এই আচরণে সন্তুষ্ট নন।

যেটি আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসম্মান এবং আইসিসির নিয়মের লঙ্ঘন, তাই শাস্তির মুখে পড়তে পারেন পান্ত।

ক্রিফোস্পোর্টস/২৩জুন২৫/এআর/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট