ভারতের ইতিহাসে অন্যতম দুই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার হলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এখন ভারতের দুই সিনিয়র ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে যে আলোচনা– সমালোচনা চলছে। সেটাকে সরাসরি বন্ধ করতে বললেন সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। ওয়ানডে ক্রিকেটে তাদের ভবিষ্যৎ, টেস্টে প্রত্যাবর্তন, এমনকি টিম ম্যানেজমেন্টের ভূমিক সব মিলিয়ে দুই তারকাকে নিয়ে অস্থিরতা যেন থামছেই না।
‘প্রভাত খবর’কে দেওয়া এক সাক্ষাৎকারে রবি শাস্ত্রী স্পষ্ট ভাষায় জানান যে, রোহিত ও কোহলির মতো খেলোয়াড়দের নাম নিয়ে বিভ্রান্তি ছড়ানো অযৌক্তিক এবং ক্রিকেটের জন্য ক্ষতিকর। তার মতে, “ওরা দুজন ভারতের ইতিহাসে ওয়ানডের মহাতারকা। ওদের নিয়ে কোনো বিশৃঙ্খলা চলতে পারে না। কিছু মানুষ যেটা করছে, সেটা এখনই থামা দরকার।”
শাস্ত্রীর মতে, যারা ইচ্ছাকৃতভাবে এই বিতর্ক টেনে নিয়ে যাচ্ছে, তারা পরিস্থিতি কঠিন করার চেষ্টা করছে। তবে তিনি বিশ্বাস করেন, রোহিত ও কোহলি যদি নিজেদের মতো করে ফর্মে ঢুকে পড়েন, তাহলে এই আলোচনা নিজে থেকেই মিলিয়ে যাবে। তারা ইতিমধ্যেই নিজেদের সেরা ফর্মে রয়েছে। কোহলি টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। অন্যদিকে রোহিতও ক্রমাগত রানের মধ্যেই আছেন।
ভারতীয় ক্রিকেট অঙ্গনে অনেকেই মনে করছেন, শাস্ত্রীর এই বক্তব্য মূলত বর্তমান নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টের উদ্দেশে দেওয়া বার্তা। বিশেষ করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় দুই সিনিয়র ব্যাটারকে রাখা হবে কি না এই প্রশ্ন ঘিরেই আলোচনা বেড়েছে। টেস্ট ও ওয়ানডে থেকে অবসরের পর তাদের ফিটনেস, ম্যাচ প্রস্তুতি এবং ভবিষ্যৎ ভূমিকাকে ঘিরে নানা মত উঠে আসছে।
এ অবস্থায় দুজনই দীর্ঘদিন পর ঘরোয়া ওয়ানডে লিগ খেলতে নামছেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
কোহলি–রোহিতকে নিয়ে বিতর্ক কারা তৈরি করছে এই প্রশ্নে শাস্ত্রী নির্দিষ্ট কারও নাম নেননি। শুধু বলেছেন,“যারা করছে, তাদের ব্যাপারে সবাই কম বেশি জানে। কিন্তু রোহিত কোহলি পারফর্ম শুরু করলে সব সরে যাবে।”
বর্তমান ওয়ানডে সিরিজে কোহলির জোড়া সেঞ্চুরি এবং রোহিতের ধারাবাহিকতা দেখে বিশ্লেষকেরাও বলছেন, এই দুই ব্যাটারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলার কোনো ভিত্তিই নেই। ভারতের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে সফল ব্যাটারদের তালিকায় তারা দুজনই অনেক এগিয়ে, আর সেই জায়গাটাকে সম্মান করতেই সবাইকেই অনুরোধ করেছেন রবি শাস্ত্রী।
ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৫/টিএ