
বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে সাফল্য পেয়েছে শ্রীলঙ্কা। টেস্টে ১-০ ব্যবধানে এবং ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। এবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। তবে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেল লঙ্কানরা।
আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার। চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। ফলে বাংলাদেশের বিপক্ষে তাকে ছাড়াই মাঠে নামতে হবে লঙ্কানদের।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম বলছে, হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন হাসারাঙ্গা। যে কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তিনি।

ওয়ানিন্দু হাসারাঙ্গা। ছবি- এএফপি
মূলত তৃতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং চোটে পড়েন হাসারাঙ্গা। এরপর বোলিংয়ের সময়ও তাকে বেশ স্ট্রাগল করতে দেখা যায়। তবে চোট নিয়েই বাংলাদেশের ইনিংসের শেষ পর্যন্ত বোলিং করেন তিনি এবং শেষ উইকেটসহ মোট ২টি উইকেট তুলে নেন।
আরও পড়ুন:
» এবার মিশন সাফ শিরোপা, বাংলাদেশের ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা?
» সাকিবের দলে ফেরা প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন বিসিবি পরিচালক
ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেট শিকার করেন হাসারাঙ্গা। এছাড়া ব্যাট হাতেও শেষদিকে বেশ কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম এই অলরাউন্ডার। তাই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে তার অনুপস্থিতি কিছুটা হলেও ভোগাবে স্বাগতিকদের। তবে হাসারাঙ্গার বদলি হিসেবে কাউকে দলে নেয়নি লঙ্কানরা।
আগামীকাল থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচ এবং ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল :
চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো ও ঈশান মালিঙ্গা।
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/বিটি
