
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর বাবার মৃত্যুর খবর পান শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ভেল্লালাগে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কলম্বোয় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই লঙ্কান তারকার বাবা সুরঙ্গা ভেল্লালাগে। বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান গণমাধ্যমগুলো। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে খবরটি নিশ্চিত করেন লাসিথ মালিঙ্গা।
দুনিথ ভেল্লালাগে শ্রীলঙ্কা ক্রিকেট দলের এক উদীয়মান তরুণ অলরাউন্ডার। চলমান এশিয়া কাপে অংশ নিয়ে বর্তমানে অবস্থান করছেন দুবাইয়ে। গতকাল আফগানদের বিপক্ষে ম্যাচে মহীশ তিকসানার পরিবর্তে একাদশে জায়গা পান তিনি। যদিও বোল হাতে আশানুরূপ কিছু করতে পারেননি। প্রথম তিন ওভারে দেন ১৭ রান, কিন্তু শেষ ওভারে মোহাম্মদ নবীর ব্যাটে হাঁকে পাঁচটি ছক্কা। ১৭০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কা ম্যাচ জেতে ৮ বল হাতে রেখে।
ম্যাচ জিতলেও ভেল্লালাগেকে যেতে হয়েছে তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে। বল হাতে ব্যর্থতার পর ম্যাচ শেষে বাবার মৃত্যুসংবাদ পান তিনি। শ্রীলঙ্কার এই ক্রিকেটারের বাবা ৫৪ বছর বয়সী সুরঙ্গা ভেল্লালাগেও ছিলেন একজন ক্রিকেটার।
বাবার মৃত্যুর খবর ম্যাচ জয়ের আনন্দ নিমিষেই কেড়ে নেয় ভেল্লালাগের। বিজয়ের দিনটিও তাই থেকে গেল তিক্ততার সাথে। দুনিথের বাবার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শ্রীলঙ্কা দলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় মালিঙ্গা লিখেছেন- ‘দুনিথ ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে পুরো জাতি তোমার ও তোমার পরিবারের পাশে আছে। তার আত্মা যেন চিরশান্তি লাভ করে।’
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/এনজি
