Connect with us
ক্রিকেট

সেমিফাইনালে যেতে তিন ম্যাচ জিততেই হবে: শ্রীলঙ্কান অধিনায়ক

শ্রীলঙ্কান অধিনায়ক চামারী আতাপাত্তু
শ্রীলঙ্কান অধিনায়ক চামারী আতাপাত্তু। ছবি: সংগৃহীত

বৃষ্টি আবারও শ্রীলঙ্কার পথে বাধা হয়ে দাঁড়াল। কলম্বোতে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ভেসে গেল বৃষ্টিতে, ফলে লঙ্কানদের আইসিসি নারী বিশ্বকাপের প্রথম চার ম্যাচে সংগ্রহ মাত্র দুই পয়েন্ট। এখন সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে শেষ তিন ম্যাচে জয়ের বিকল্প নেই বলে জানালেন অধিনায়ক চামারী আতাপাত্তু।

কলম্বোতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো সূচনা করেছিল স্বাগতিকরা। ব্যাট হাতে শক্ত অবস্থান নিয়েছিল শ্রীলঙ্কা, কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির কারণে থেমে যায় খেলা। ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে শ্রীলঙ্কা তুলেছিল ৬ উইকেটে ২৫৮ রান।

তবে আবহাওয়া নিয়ে ভাবছেন না আতাপাত্তু। বরং তিনি এখন পুরো মনোযোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে বাকি তিন ম্যাচে। তিনি বলেন, “আগামী ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমাদের পরের তিনটি ম্যাচই জিততে হবে। কিছু জায়গায় উন্নতি করতে হবে, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করি, পরের ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাবে না।”



নিউজিল্যান্ডের বিপক্ষে দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আশাবাদী আতাপাত্তু বলেন, “আমরা দারুণ শুরু করেছিলাম। নিলাক্ষিকা সিলভা ইনিংসের শেষ দিকে চমৎকার খেলেছে, ৫৫ রানে অপরাজিত ছিল। আর ওপেনিংয়ে বিশ্মি গুনারত্নে নিজের ফর্ম ফিরে পেয়েছে। সে দারুণ ব্যাট করেছে।”

গুনারত্নে এর আগে ব্যাটিং অর্ডারে চারে নেমে ১০ ও ১১ রানের ইনিংস খেলেছিলেন। এবার আবার ওপেনিংয়ে ফিরেই ৪২ রান করেন। আতাপাত্তু বলেন, “বিশ্মি আমাদের মূল ওপেনার। কিন্তু গত ছয় মাসে কিছুটা ছন্দ হারিয়ে ফেলেছিল, তাই তাকে চারে পাঠানো হয়েছিল। আমি ও নির্বাচকরা কথা বলেছি, ওকে আবার ওপেনিংয়ে ফেরানো হয়েছে। আজ সেটা সফল হয়েছে। দলের শীর্ষ তিন ব্যাটার ভালো খেলেছে, আর নিলাক্ষিকার ব্যাটিংও দারুণ ছিল।” এই ম্যাচে নিলাক্ষিকা সিলভা করেছেন চলতি বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম হাফসেঞ্চুরি।

অন্যদিকে, নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইনও হতাশ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায়। কারণ, এই ম্যাচে জয় পেলে নিউজিল্যান্ড পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা ভারতের সঙ্গে সমতায় আসতে পারত। এখন তারা পাঁচ নম্বরে রয়ে গেছে। ফলে নিউজিল্যান্ডেরও সেমিফাইনালে যেতে হলে শেষ তিন ম্যাচেই জিততে হবে।

তবু ডিভাইন আশাবাদী, “আমরা এক ম্যাচ করে ভাবতে চাই। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামছি, তারা এই কন্ডিশনে বিপজ্জনক প্রতিপক্ষ। তাদের দলে প্রতিভাবান খেলোয়াড় আছে, যারা এরই মধ্যে ভালো ক্রিকেট খেলছে। আজকের ম্যাচে যতটা খেলা হয়েছে, সেটা বিশ্লেষণ করব এবং নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামব। আশা করি, এবার পুরো ম্যাচ খেলার সুযোগ পাব।”

উল্লেখ্য, ২০২৫ নারী বিশ্বকাপে এখন দুই দলই কঠিন সমীকরণের সামনে। আতাপাত্তুর শ্রীলঙ্কা ও ডিভাইনের নিউজিল্যান্ড দুটোকেই টিকে থাকতে হলে শেষ তিন ম্যাচে শতভাগ জয় পেতে হবে। সেমিফাইনালের দৌড়ে কে এগিয়ে সেটা জানার জন্য শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট