
বাংলাদেশের ব্যাটারের সঙ্গে বাজে আচরণ করে আইসিসি থেকে শাস্তি পেলেন শ্রীলঙ্কার বোলার মালকি মাদারা। গত সোমবার (২০ অক্টোবর) নারী বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের ব্যাটার নিগার সুলতানা পিংকির সঙ্গে বাজে আচরণ করেছিলেন মাদারা।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সেদিন শ্রীলঙ্কার দেয়া ২০৩ রানের টার্গেটের জবাবে ব্যাট করছিল বাংলাদেশ। ইনিংসের ১১তম ওভারের সময় মাদারা আইসিসির আচরণবিধি ভঙ্গ করেন। ওভারের দ্বিতীয় বলে মাদারাকে মিড উইকেটে ঠেলে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হয়ে যান পিংকি। তিনি আউট হওয়ার পর মাদারা তার কাছে গিয়ে এমনভাবে উদযাপন করেন, যাতে পিংকি খেপে যান।
মাদারার এমন আচরণের পর তাঁর বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গের অভিযোগ উঠেছে। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ব্যাটারকে আউটের পর তাকে উদ্দেশ্য করে বাজে ভাষা, অঙ্গভঙ্গি বা ইঙ্গিতের মাধ্যমে উদযাপন কিংবা তাঁকে খেপিয়ে তোলার চেষ্টা করলে শাস্তি পাবেন বিপক্ষ দলের ক্রিকেটার।
এই ঘটনার পর ম্যাচের চার আম্পায়ার ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিৎসের কাছে অভিযোগ করেন। মাদারা নিজের দোষ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। পরবর্তীতে আজ (বুধবার) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। তাকে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। গত ২৪ মাসে এটাই তাঁর প্রথম ডিমেরিট পয়েন্ট।
অবশ্য সেদিন অবিশ্বাস্যভাবে জেতা ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল টাইগ্রেসরা। শারমিন আক্তার সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতির পঞ্চাশোর্ধ রানের ইনিংসের পর জয় অনেকটা নিশ্চিত ছিল বাংলাদেশের।
শেষ দুই ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ বলে ১২ রান। তবে অবিশ্বাস্যভাবে ১২ বলের মধ্যে ৫ উইকেট হারিয়ে ৪ রানের বেশি তুলতে পারেনি টাইগ্রেসরা। তাতে ৭ রানে জয় পায় লঙ্কান মেয়েরা।
ক্রিফোস্পোর্টস/২২অক্টোবর২৫/বিটি
