Connect with us
ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে চাপে থাকবে শ্রীলঙ্কা, বলছেন গুলবাদিন

Sri Lanka will be under pressure against Afghanistan, says Gulbadin
গুলবাদিন নাইব। ছবি- এসিসি

এশিয়া কাপে বি-গ্রুপ থেকে এখনো সুপার ফোর নিশ্চিত করতে পারেনি কোনো দল। সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান। তবে এদের মধ্যে সুপার ফোরে উঠবে কেবল দুইটি দল। বি-গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তানের শেষ ম্যাচ দিয়ে এই দলগুলোর ভাগ্য নির্ধারিত হবে। 

বি-গ্রুপে দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে শ্রীলঙ্কা। তাদের নেট রানরেট +১.৫৪৬। তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। টাইগারদের নেট রানরেট -০.২৭০। আর দুই ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে আফগানিস্তান। তাদের নেট রানরেট +২.১৫০।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার চেয়ে নেট রানরেটে অনেক এগিয়ে আফগানিস্তান। তাই শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সুপার ফোরে উঠতে পারবে তারা। তাতে বাদ পড়বে বাংলাদেশ। তবে আফগানিস্তান হেরে গেলেই বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকে। তখন শ্রীলঙ্কার বাংলাদেশ।



সবদিক বিবেচনায় সুপার ফোরে ওঠার দৌড়ে বাংলাদেশ ও আফগানিস্তানের চেয়ে বেশি এগিয়ে আছে শ্রীলঙ্কা। তবে আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব মনে করেন, আগামীকালের ম্যাচে আফগানিস্তানের চেয়ে শ্রীলঙ্কা বেশি চাপে থাকবে।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই অলরাউন্ডার বলেন, ‘এ ধরণের টুর্নামেন্ট খেলে আমরা অভ্যস্ত। আমাদের কোনো চাপ নেই। শ্রীলঙ্কা ভালো দল। তারা জিততে চাইবে। আপনি যদি ভাবেন আমরা চাপে আছি, শ্রীলঙ্কাও কিন্তু চাপে আছে।’

‘তারা ২টা ম্যাচ জিতেছে, এখনো সুপার ফোর নিশ্চিত হয়নি। একটা বাকি আছে। আমরা একটা হেরেছি আর একটা জিতেছি। বাংলাদেশের ক্ষেত্রেও তাই।পেশাদার ক্রিকেটে প্রত্যেকটা দিনই কঠিন। আমার মনে হয় দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে।’—তিনি যোগ করেন।

আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা যদি ৭০ রান কিংবা তার চেয়ে বেশি ব্যবধানে অথবা ৫৩ বল বাকি থাকতে হেরে যায়, তাহলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে। এছাড়া শ্রীলঙ্কার বাদ পড়ার সুযোগ নেই।

ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট