Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ শুরু করতে চায় শ্রীলঙ্কা

Bangladesh vs Sri Lanka
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এশিয়া কাপের আসর। তবে এখনো কোনো ম্যাচ খেলেনি শ্রীলঙ্কা। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই তাদের এবারের যাত্রা শুরু হবে। এই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কা মিশন শুরু করতে চায় দলটি।

বাংলাদেশ এরই মধ্যে হংকংকে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা করেছে। শ্রীলঙ্কা এ পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি। লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা ম্যাচের আগের দিন শুক্রবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শিরোপা জয়ের পরিকল্পনা নিয়েই এগোচ্ছে তারা।

আসালঙ্কা বলেন, দল এখন দারুণ ফর্মে আছে। আমরা ঘরের মাঠে সিরিজ হারলেও ভালো ক্রিকেট খেলেছি। এ ম্যাচে মূল পরিকল্পনা ঠিকভাবে কার্যকর করতে পারলে জয় সম্ভব।



তিনি আরও যোগ করেন, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা থাকে। এটা ভক্তদের জন্য একধরনের প্রতিদ্বন্দ্বিতা। আমাদের জন্য অবশ্য এটি কেবল আরেকটি ম্যাচ, যেখানে আমরা আমাদের পরিকল্পনাগুলো নিখুঁতভাবে বাস্তবায়ন করতে চাই।

এদিকে লম্বা বিরতির পর লঙ্কা দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার উপস্থিতি দলের শক্তি বাড়াবে বলে আশা প্রকাশ করেছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা।

ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট