Connect with us
ক্রিকেট

হংকংকে হারিয়ে সুপার ফোরে এক পা দিয়ে রাখলো শ্রীলঙ্কা

Sri Lanka Edge Closer to Super Four with Win Over Hong Kong
হংকংকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

বাংলাদেশের পর এবার হংকংয়ের বিপক্ষেও দাপুটে জয় তুলে নিল শ্রীলঙ্কা। টানা দুই জয়ে এশিয়া কাপের বি-গ্রুপ থেকে সুপার ফোরে এক পা দিয়ে রাখলো লঙ্কানরা। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) হংকংকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে হংকং।

জবাবে খেলতে নেমে স্বাচ্ছন্দ্যের সঙ্গেই জয়ের পথে এগিয়ে যাচ্ছিলো শ্রীলঙ্কা। তবে দলীয় ১১৯ রানে তৃতীয় উইকেট পতনের পর ১২৭ রানের মধেই ষষ্ঠ উইকেট হারায় লঙ্কানরা। তাতে কিছুটা ব্যাকফুটে চলে যায় তারা। তবে শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার ঝোড়ো ক্যামিওতে ১৮.৫ ওভারে ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।



লঙ্কানদের পক্ষে এই ম্যাচেও ব্যাট হাতে রাঙান পাথুম নিসাঙ্কা। রানআউট হয়ে ফিরে যাওয়ার আগে ৪৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন এই মারকুটে ওপেনার। এছাড়া কুশল পেরেরা ১৬ বলে ২০, কামিল মিশরা ১৮ বলে ১৯ এবং শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৯ বলে ২০ রানের ঝোড়ো ক্যামিও খেলেন।

হংকংয়ের হয়ে ২টি উইকেট নেন ইয়াসিম মুর্তজা। এ ছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন আয়ুশ শুকলা, ইশান খান ও আইজাজ খান।

এর আগে ব্যাটিংয়ে নেমে হংকংয়ের পক্ষে ৩৮ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন নিজাকাত খান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ বলে ৪৮ রান করেন আনশুমান রাথ। এছাড়া জিসান আলীর ব্যাট থেকে আসে ১৭ বলে ২৩ রান।

শ্রীলঙ্কার পক্ষে ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টি উইকেট নেন দুশমন্ত চামিরা। এছাড়া একটি করে উইকেটের দেখা পান ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা।

সংক্ষিপ্ত স্কোর :

হংকং : ১৪৯/৪ ( ২০ ওভার)

শ্রীলঙ্কা : ১৫৩/৬ (১৮.৫ ওভার)

ফলাফল : শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট