Connect with us
ক্রিকেট

জিম্বাবুয়েকে উড়িয়ে বিশ্বকাপ নিশ্চিত করল শ্রীলঙ্কা

২০২৩ বিশ্বকাপ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ছবি- গুগল

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ২০২৩ সালের বিশ্বকাপ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।

আজ জিতলেই নিশ্চিত হবে বিশ্বকাপে খেলা এমন সমীকরণকে সামনে রেখে মাঠে নেমেছিল জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা। বুলাওয়ের কুইন্স টাউন স্পোর্টস ক্লাবে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

জিম্বাবুয়ের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা-ডিমুথ করুণারত্নে উদ্বোধনী জুটিতে সংগ্রহ করে ১০৩ রান। ৩০ রান করে করুণারত্নে সাজ ঘরে ফিরলেও আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন নিশাঙ্কা। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিস-নিশাঙ্কার ৮০ বলে ৬৬ রানের অবিচ্ছেদ্য জুটিতে সহজ জয় পায় শ্রীলঙ্কা।

এরআগে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। তবে শন উইলিয়ামস ও সিকান্দার রাজা চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন।

লঙ্কান বোলারদের ওপর পাল্টা আক্রমণে যান জিম্বাবুয়ের এই দুই ব্যাটার। ৮১ বলে ৬৮ রানের জুটি গড়েন উইলিয়ামস-রাজা। এই জুটি ভাঙার পর আর দাড়াতেই পারেনি জিম্বাবুয়ে। এরপর ৩২.২ ওভারে ১৬৫ রানে অলআউট হয়ে যায় তারা।

আরও পড়ুন: দুই সিরিজ খেলতে ঢাকায় আফগান ক্রিকেট দল

ক্রিফোস্পোর্টস/২জুলাই২৩/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট