Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের আগে হঠাৎ শ্রীলঙ্কার অধিনায়ক পরিবর্তন

Asalanka and Shanaka
শ্রীলঙ্কার অধিনায়ক পরিবর্তন। ছবি: সংগৃহীত

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে নেতৃত্বে পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট। চারিথ আসালাঙ্কাকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দাসুন শানাকাকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত দলকে নেতৃত্ব দেবেন শানাকা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা উইক্রমাসিংহে। তিনি জানান, প্রধান কোচ সনৎ জয়সুরিয়ার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

থারাঙ্গা বলেন, বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে দাসুন শানাকাকেই রাখা হবে। আগের নির্বাচক প্যানেল যে ২৫ জনের তালিকা করেছিল, সেটিই প্রাথমিক স্কোয়াড হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে হাই পারফরম্যান্স বিভাগের প্রধান জেরোমে জয়ারত্নে ও কোচ সনৎ জয়সুরিয়ার সঙ্গে আলোচনা হয়েছে।



এর আগে পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন চারিথ আসালাঙ্কা। তবে অসুস্থতার কারণে তিনি মাঝপথে দেশে ফিরে আসেন। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন শানাকা। ওই সফরের সময় ইসলামাবাদে আত্মঘাতী হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে দলের ভেতরে উদ্বেগ থাকলেও সিরিজটি এগিয়ে নেওয়া হয়, যদিও ম্যাচের সূচি ও ভেন্যুতে পরিবর্তন আনা হয়। বিভিন্ন তথ্যমতে জানা গেছে, পাকিস্তান সফরে শ্রীলঙ্কান খেলোয়াড়দের যে বিদ্রোহের ঘটনা ঘটেছিল, সেটির নেতৃত্বও নাকি চারিথ আসালঙ্কাই দিয়েছিলেন। অনেকের মতে, অধিনায়কত্ব থেকে সরানোর এটিও একটি কারণ।

সেই সময় শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়ে দিয়েছিল, অনুমতি ছাড়া কেউ দেশে ফিরলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আসালাঙ্কার ক্ষেত্রে অসুস্থতার কারণ দেখানো হলেও তার শারীরিক অবস্থা নিয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

সবকিছু মিলিয়ে নেতৃত্ব পরিবর্তন হলেও বিশ্বকাপ দলে জায়গা হারাননি আসালাঙ্কা। নির্বাচকদের মতে, শানাকাকে আপাতত একজন অলরাউন্ডার হিসেবেই ভাবা হচ্ছে। থারাঙ্গা আরও বলেন, শানাকার ভূমিকা নিয়ে কোচের সঙ্গে আলোচনা করা হবে। দলের জন্য ঠিক কোন জায়গায় তাকে সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি ঠিক করা হবে।

প্রাথমিক স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, নিরোশন ডিকভেলা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেলালাগে, মিলান রথনায়েকে, কামিন্দু মেন্ডিস, পাবন রথনায়েকে, সাহান আরাচ্চিগে, নুয়ান থুশারা, ইশান মালিঙ্গা, দুশমন্ত চামিরা, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা, মাহিশ থিকশানা, দুশান হেমন্তা, বিজয়কান্ত ভিয়াসকান্ত, ত্রাভিন ম্যাথিউ।

ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট