
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাত্র ৮০ রানে অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা। শনিবার (৬ সেপ্টেম্বর) হারারেতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কান ব্যাটাররা। ১৭.৪ ওভার ব্যাট করে ৮০ রানেই থামে সফরকারীদের ইনিংস।
হারারাতে এদিন টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দলীয় ৩৮ রানের মধ্যেই ফিরে যান শ্রীলঙ্কার পাঁচ ব্যাটার।
ইনিংসের দ্বিতীয় ওভারে ব্লেসিং মুজারাবানির শিকার হয়ে ফেরেন কুশল মেন্ডিস। ৩ বল খেলে মাত্র ১ রান করে ফেরেন এই ইনফর্ম ব্যাটার। ইনিংসের চতুর্থ ওভারে ব্রাড ইভানসের শিকার হয়ে ফেরেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। ৮ বল খেলে ৮ রান করেন এই মারকুটে ব্যাটার।
এরপর পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ওভারে একে একে ফিরে যান নুয়ান্দু ফার্নান্দো, কামিল মিশরা ও কামিন্দু মেন্ডিস। এদের মধ্যে কামিল মিশ্রা ২০ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুতে পারেননি।
ষষ্ঠ উইকেট চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকা মিলে জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। এই জুটিতে ইনিংসের সর্বোচ্চ ২৬ রান যোগ করেন তারা। দলীয় ৬৪ রানের মাথায় শানাকা ফিরে গেলে ভেঙে যায় এই জুটি। ২১ বলে ১৫ রান করেন এই অলরাউন্ডার।
এরপর আসালাঙ্কাও ১৮ রান করে ফিরে গেলে বাকিরা কেউই আর ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। তাতে ৮০ রানেই সমাপ্ত হয় লঙ্কান ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই তাদের সর্বনিম্ন সংগ্রহ।
জিম্বাবুয়ের পক্ষে চার ওভারে ১১ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন সিকান্দার রাজা। ২.৪ ওভারে ১৫ রান খরচায় সমান ৩টি উইকেট নেন ব্রাড ইভানস। এ ছাড়া মুজারাবানি ২টি এবং শন উইলিয়ামস একটি উইকেট নেন।
ক্রিফোস্পোর্টস/৬সেপ্টেম্বর২৫/বিটি
