Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা

sri-lanka-announces-strong-squad-for-t20-series
টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) আজ ১৭ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে নেতৃত্ব দেবেন চারিথ আসালঙ্কা।

দীর্ঘ এক বছর পর জাতীয় দলে ফিরলেন দাসুন শানাকা, আর তার ফেরায় শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ভানুকা রাজাপাকস

সর্বশেষ ২০২৪ সালের জুলাই মাসে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল দাসুন শানাকাকে। তার সঙ্গে স্কোয়াডে ফিরেছেন আরেক পরিচিত মুখ চামিকা করুণারত্নে। শানাকার অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলের ভারসাম্য বাড়াবে এবং তার অভিজ্ঞতা মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:

» বাংলাদেশি আম্পায়ারকে প্রশংসায় ভাসালেন হার্শা ভোগলে

» ক্লাব বিশ্বকাপে চমক দেখিয়ে প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান ফুটবলার

এদিকে, নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার খেসারত দিতে হয়েছে ৩৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটার ভানুকা রাজাপাকসেকে। ওই সফরে দুই ম্যাচে মাত্র ১৪ রান করায় টিম ম্যানেজমেন্টের আস্থা হারান তিনি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে রাজাপাকসে জাতীয় দলের হয়ে কোনো বড় ইনিংস খেলতে পারেননি। বারবার সুযোগ পেয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে না পারায় শেষ পর্যন্ত তাকে দলের বাইরেই থাকতে হচ্ছে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামী ১০ জুলাই। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

দ্বিতীয় ম্যাচটি ১৩ জুলাই ডাম্বুলায় অনুষ্ঠিত হবে। এরপর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ১৬ জুলাই কলম্বোর আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল:

চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।

ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট