
আর ১২ দিন পরেই সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে ২০২৫ এশিয়া কাপের। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে লড়াইয়ের জন্য অধিকাংশ দলই তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। এবার স্কোয়াড ঘোষণা করল গত আসরের রানার্সআপ শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। শঙ্কা কাটিয়ে এই দলে জায়গা করে নিয়েছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অনেকদিন ধরেই দলের বাইরে আছেন আছেন হাসারাঙ্গা। গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোটে পড়েছিলেন তিনি। এরপর মিস করেন টি-টোয়েন্টি সিরিজ। তাছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজেও দলে রাখা হয়নি তাকে। যে কারণে তার এশিয়া কাপে জায়গা পাওয়া নিয়েও বড় শঙ্কা ছিল। অবশেষে সব শঙ্কা দূর করে তাকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে লঙ্কানরা।
এশিয়া কাপেও শ্রীলঙ্কার নেতৃত্বে থাকছেন দলের নিয়মিত অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তাছাড়া পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দাসুন শানাকা, মহেশ থিকসানা, মাতিশা পাথিরানার মতো তারকা ক্রিকেটাররাও আছেন লঙ্কান স্কোয়াডে।
এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপেই পড়েছে শ্রীলঙ্কা। আগামী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে তারা। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে হংকং এবং ১৮ সেপ্টেম্বর আবুধাবিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে চারিথ আসালাঙ্কার দল।
এশিয়া কাপের শ্রীলঙ্কা দল: চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ওয়েলালাগে, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান থুসারা ও মাতিশা পাথিরানা।
ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৫/বিটি
