Connect with us
ক্রিকেট

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

Squad announced for the T20 series against Ireland
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- এসিসি

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সমাপ্ত হয়েছে আজ। দুই টেস্টে বড় ব্যবধানের জয়ে আইরিশদের ২-০ তে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এবার মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ সামনে রেখে আজ (রোববার) প্রথম দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সবশেষ সিরিজের দল থেকে দটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজের দলে রাখা হয়নি পেসার তাসকিন আহমেদ ও ব্যাটিং অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারিকে। তাসকিনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ঘরোয়া ক্রিকেট এবং ‘এ’ দলের হয়ে নিয়মিত পারফর্ম করছেন অঙ্কন। তাই অনেকদিন ধরেই টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া নিয়ে আলোচনায় ছিলেন তিনি। অবশেষে আইরিশ সিরিজ দিয়ে জাতীয় দলে সুযোগ পেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।



সিরিজের শেষ টেস্টটি অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। এবার চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ২৭ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর একদিন বিরতি দিয়ে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। ২ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই সন্ধ্যা ৬টায় শুরু হবে।

প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট