Connect with us
ক্রিকেট

ক্রিকেট দেখতে গিয়ে বল নিয়ে আসার সুযোগ পাচ্ছেন দর্শকরা

Big Bash cricket fans in gallery
বিগ ব্যাশের গ্যালারিতে দর্শক। ছবি- ক্রিকইনফো

বেসবলে দেখা যায় মাঠে উপস্থিত দর্শকরা ক্যাচ ধরতে পারলে সুযোগ পান সেই বল রেখে দেওয়ার। যা বাড়িয়ে দেয় গ্যালারিতে খেলা দেখতে আসা দর্শকদের উন্মাদনা। এবার সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ক্রিকেটেও তেমন নিয়ম নিয়ে আসছে অস্ট্রেলিয়া। দেশটির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে দেখা যাবে ‘দর্শক ক্যাচ’ নিয়ম।

মূলত ক্রিকেটের মাঠে খেলার অন্যতম প্রাণ দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে এমন নতুন ও অভিনব পন্থা অবলম্বন করতে যাচ্ছে বিগ ব্যাশ লিগ কর্তৃপক্ষ। তবে শুরুর দিকে আংশিকভাবে কার্যকর হবে এই নিয়ম। ম্যাচের দুই ইনিংসের কেবল প্রথম ওভারে হাঁকানো ছক্কা গ্যালারি থেকে তালুবন্দি করতে পারলে সেটি বাড়িতে নিয়ে যেতে পারবেন দর্শকরা।

ক্রিকেটের আকর্ষণ বাড়াতে প্রায়ই এমন অভিনব সব নিয়ম দেখা যায় বিগ ব্যাশে। ছেলে ও মেয়েদের উভয় টুর্নামেন্টেই চালু হচ্ছে এই নতুন নিয়ম। মূলত ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাংকিং পার্টনার ‘ওয়েস্টপ্যাক’ এই উদ্যোগের স্পন্সর হয়েছে। আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া নারী বিগ ব্যাশের প্রথম ম্যাচ থেকেই কার্যকর হয়ে যাবে এই নিয়ম।



ওয়েস্টপ্যাক ব্র্যান্ডের বল দিয়ে প্রতি ইনিংসে শুরু হবে খেলা। পাশাপাশি আম্পায়ারেল পকেটেও থাকবে একটি বাড়তি বল। প্রথম ছয় বলে যতবারই বল গ্যালারিতে দর্শকরা ক্যাচ নিতে পারবেন, ততবারই তারা স্মারক হিসেবে সেটি রেখে দিতে পারবেন। আর পকেটে থাকা বাড়তি বল দিয়ে খেলা শুরু করবেন মাঠ আম্পায়ার।

ধারণা করা হচ্ছে নতুন এই নিয়মের দ্বারা আরো বেশি সংখ্যক দর্শক মাঠে টানতে সক্ষম হবে বিগ ব্যাশ। কেননা এর আগে সাধারণত কখনো গ্যালারি থেকে দর্শকরা ক্যাচ ধরলেও সেই বল ফিরিয়ে দিতে হতো মাঠে। আর সেটা দিয়েই পুনরায় শুরু হতো ম্যাচ। তবে নতুন নিয়ম অনুযায়ী নিজের ধরা বলটি স্মারক হিসেবে রেখে দিতে পারবেন দর্শকরা।

ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট