Connect with us
ফুটবল

রেকর্ড গড়া জয়ে স্পেনের বিশ্বকাপ টিকিট প্রায় নিশ্চিত

Spain vs Georgia match
জর্জিয়াকে হারিয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন। ছবি- সংগৃহীত

২০১০ থেকে ২০১৩ সালে প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ২৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল স্পেন। এবার নিজেদের পুরনো সেই রেকর্ড ভেঙে টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ল তারা। দাপুটে পারফর্মেন্সে জর্জিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করার ম্যাচে এই রেকর্ড গড়ল স্পেন।

গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাতে জর্জিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে দে লা ফুয়েন্তের দল। জর্জিয়ার মাঠ বরিস পাইচাদজে দিনামো এরিনায় ম্যাচের শুরু থেকেই খেলা নিজেদের নিয়ন্ত্রণে নেয় স্পেন। ম্যাচের প্রথমার্ধেই জর্জিয়ার জালে তিন গোল দেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচের ডেডলক ভাঙেন মিকেল ওয়ারজাবাল। ২২তম মিনিটে ব্যবধান বাড়ান মার্টিন জুবিমেন্ডি। ৩৪তম মিনিটে গোল করেন বার্সেলোনার তারকা ফেরান তোরেস। প্রথম হাফের মতো দ্বিতীয় হাফেও কোনো সুযোগ তৈরি করতে পারেনি জর্জিয়া। ৬৩তম মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ওয়ারজাবাল।



ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের খেলা পাঁচ ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে স্পেন। এতে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার দ্বারপ্রান্তে দলটি। গ্রুপে স্পেনের ঘাড়ে নিশ্বাস ফেলছিল তুর্কি। পাঁচ ম্যাচের চারটিতে জয় তুলে নেয় তারা। আর তাই এক ম্যাচ বাকি থাকলেও কাগজে-কলমে এখনো বিশ্বকাপ নিশ্চিত হয়নি স্পেনের।

বাছায়ের ‘ই’ গ্রুপে খেলা পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। যেখানে তারা প্রতিপক্ষের জালে জড়িয়েছে ১৯ গোল, বিপরীতে হজম করেনি একটিও। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তুর্কি। বাছাইয়ের শেষ ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে উভয় দল। যেখানে স্পেনকে টপকে বিশ্বকাপে যেতে তুর্কিকে জিততে হবে ৮ গোলের ব্যবধানে। তাই স্পেনের বিশ্বকাপ টিকিট অনেকটাই নিশ্চিত বলা চলে।

ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল