
অস্ট্রেলিয়ায় চলছে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিকদের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে সিরিজের শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। ডারউইনে সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হেরে গেছে সফরকারীারা। তবে দল হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন দলটির তরুণ পেসার কোয়েনা মাফাকা। দলের হারের দিনে ভেঙে দিয়েছেন ১৬ বছরের পুরোনো একটি বিশ্বরেকর্ড।
রোববার (১০ আগস্ট) প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে চার ওভারে মাত্র ২০ রান খরচায় ৪টি উইকেট তুলে নেন মাফাকা। আর এরই মধ্য দিয়ে ভেঙে দিয়েছেন নিজ দেশের সতীর্থ ওয়েন পার্নেলের সবচেয়ে কম বয়সে এক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।
গতকাল ম্যাচের দিন মাফাকার বয়স ছিল ১৯ বছর ১২৪ দিন। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এক টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে কম বয়সে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডটি এখন তার দখলে। এর আগে কোনো বোলার এত কম বয়সে ৪ উইকেট পাননি।
এতদিন এই রেকর্ডটি ওয়েন পার্নেলের দখলে ছিল। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। এতদিন পর্যন্ত এটাই ছিল সবচেয়ে কম বয়সে একটি ২০ ওভারের ম্যাচে সর্বোচ্চ উইকেট তোলার রেকর্ড। তবে এবার তারই দেশের আরেক ক্রিকেটার সেই রেকর্ড ভেঙে দিলেন।
এই তালিকায় তিনে আছেন পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল ২০ বছর ১১০ দিন।
এদিকে বিশ্বরেকর্ড ভাঙার পাশাপাশি আরেকটি রেকর্ড গড়েছেন মাফাকা। বিশ্বের প্রথম তরুণ বোলার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়েছেন তিনি।
এদিন বল হাতে টিম ডেভিড, বেন দারশুইস, মিচেল ওয়েন এবং অ্যাডাম জাম্পার উইকেট তুলে নিয়েছিলেন মাফাকা। তার দুর্দান্ত বোলিংয়ের পরও ২০ ওভারে ১৭৮ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা।
ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৫/বিটি
