Connect with us
ক্রিকেট

ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

South Africa reach the World Cup final for the first time after defeating England.
ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড। ছবি- ক্রিকেট এসএ

চলমান নারী বিশ্বকাপের ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠল আফ্রিকার এই দেশটি। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে দলটি। 

বুধবার (২৯ অক্টোবর) বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ইংলিশদের ১২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে দলটি।

গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে লরা উলভার্টের দেড়শোর্ধ্ব রানের রেকর্ডগড়া ইনিংসে ভর করে ৩১৯ রানের বিশাল পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। ১৪৩ বলে ২০ চার ও ৪ ছকার মারে ১৬৯ রান করেন তিনি।



বিশ্বকাপের নকআউট ম্যাচে কোনো অধিনায়কের প্রথম সেঞ্চুরি এবং দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস এটি। এছাড়া তাজমিন ব্রিটস ৬৫ বলে ৪৫, ম্যারিজেন কেপ ৩৩ বলে ৪২ এবং কোলে লেসলি ট্রিয়ন ২৬ বলে ৩৩ রান করেন।

ইংল্যান্ডের হয়ে বল হাতে ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৪ উইকেট নেন সোফি একেলেসটোন। এছাড়া লরেন বেল ২টি এবং ন্যাট সিভার-ব্রান্ট একটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ইনিংসের শুরু থেকেই উইকেট হারিয়ে ১৯৪ রানেই গুটিয়ে যায় ইংলিশরা। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট। ফিফটি রান আসে অ্যালিস ক্যাপসি। বাকিরা কেউই ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি।

দক্ষিন আফ্রিকার হয়ে ৭ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট নেন ম্যারিজেন কেপ। এছাড়া নাদিন দি ক্লার্ক ২টি এবং খাকা, ম্লাবা ও সুনে লাস একটি করে উইকেট নেন।

আগামীকাল (বৃহস্পতিবার) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। এই ম্যাচে যারা জয়ী হবে তারা ২ নভেম্বর ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা : ৩১৯/৭ (৫০ ওভার)

ইংল্যান্ড : ১৯৪/১০ (৪২.৩ ওভার)

ফলাফল : দক্ষিণ আফ্রিকা ১২৫ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট