ভারতের বিপক্ষে লজ্জাজনক এক হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম টি-টোয়েন্টিতে ভারতের ১৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক জয়ে সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৫১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা তৈরি হয়েছে।
এদিন মোহালিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রানের বিশাল পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচে ডাক মারা কুইন্টন ডি কক আজ ব্যাট হাতে জ্বলে উঠেন। দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রানের ইনিংস খেলেন তিনি। ৪৬ বলে ৫ চার ও ৭ ছক্কায় ইনিংসটি সাজান এই মারকুটে ওপেনার।
তিনে নেমে ২৬ বলে ২৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক এইডেন মার্করাম। এরপর চারে খেলতে নেমে ১০ বলে ১৪ রান করেন দেওয়াল্ড ব্রেভিস। শেষদিকে দুর্দান্ত ক্যামিও খেলেন দোনোভান ফেরেইরা ও ডেভিড মিলার। ফেরেইরা ১৬ বলে ৩০ এবং মিলার ১এ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন। ভারতের পক্ষে বরুণ চক্রবর্তী ২টি এবং অক্ষর প্যাটেল একটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৬২ রানেই গুটিয়ে যায় ভারত। ওপেনিংয়ে নেমে ডাক মেরে ফেরেন শুবমান গিল। আরেক ওপেনার অভিষেক শর্মাও ইনিংস বড় করতে পারেননি। ৮ বলে ১৭ রান করে ফেরেন এই তারকা। তিনে নেমে ২১ রান করে ফেরেন অক্ষর প্যাটেল। তবে আজও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। মাত্র ৫ রান করেই বিদায় নেন এই ব্যাটার।
মিডল অর্ডারে রানের দেখা পান তিলক ভার্মা। দলীয় সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন তিনি। ৩৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার। এছাড়া হার্দিক পান্ডিয়া ২৩ বলে ২০ এবং জিতেশ শর্মা ১৭ বলে ২৭ রান করেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে দুর্দান্ত বোলিং করেন ওটেনেইল বার্টম্যান। ৪ ওভারে মাত্র ২৪ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন এই পেসার। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন লুঙ্গি এনগিদি, মার্কো ইয়ানসেন ও লুথো সিপামলা।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ২১৩/৪ (২০ ওভার)
ভারত : ১৬২/১০ (১৯.১ ওভার)
ফলাফল : দক্ষিণ আফ্রিকা ৫১ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৫/বিটি