বর্তমানে বিশ্বের সেরা আম্পায়ারদের মধ্যে একজন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। মাঠে একের পর নিখুঁত সিদ্ধান্ত গ্রহণে বেশ পারদর্শী তিনি। এই পারদর্শিতার কারণেই প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করেন নেন সৈকত। দেশি-বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ কিংবা আইসিসির মেগা টুর্নামেন্টেগুলোতে বেশ দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন এই বাংলাদেশি।
এবার দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজেও আম্পায়ারের দায়িত্বে আছেন সৈকত। ডারবানে সদ্য সমাপ্ত প্রথম টেস্টে ছিলেন ফিল্ড আম্পায়ারের ভূমিকায়। এই ম্যাচে এক অন্যরকম নজির গড়েছেন সৈকত। তার সিদ্ধান্তের বিপক্ষে দুই দলের ক্রিকেটাররা ৮বার রিভিউ নিয়েও কোনো সাফল্যের দেখা পায়নি।
ম্যাচের শুরুতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় ইনিংসের ২৪তম ওভারে সৈকতের সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ নিয়ে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। ওভারের পঞ্চম বলে মুল্ডারের আউটের আবেদন করলে সেটি আউট দেননি সৈকত। পরে রিভিউ নিতে হতাশ হয়ে হয় সফরকারীদের।
আরও পড়ুন:
» ভারতকে হারিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের
» টানা তিন হারে টি-টেন লিগ থেকে সাকিবদের বিদায়
এরপর প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ ওভারের দ্বিতীয় বলে এইডেন মার্করামকে আউটের আবেদন করে শ্রীলঙ্কা। তবে সেটি নাকচ করে দেন সৈকত। পরে রিভিউ নিয়ে ব্যর্থ হয় লঙ্কানরা। এরপর ২২তম ওভারের চতুর্থ বলে শ্রীলঙ্কার আবেদনে মুল্ডারকে এলবিডব্লিউ আউট দেন সৈকত। পরে মুল্ডার রিভিউ নিয়েও ব্যর্থ হন। একই ইনিংসের ৯০তম ওভারের পঞ্চম বলে টেম্বা বাভুমাকে নিয়ে শ্রীলঙ্কার এলবিডব্লিউর আবেদন সৈকত আবেদন নাকচ করে দিলে রিভিউ নেয় শ্রীলঙ্কা। সেখানেও ব্যর্থ হয় সফরকারী দলটি।
এরপর শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা দুইবার এবং শ্রীলঙ্কার ব্যাটাররা দুইবার রিভিউ নিয়ে ব্যর্থ হন। সবমিলিয়ে ডারবান টেস্টে দুই দল মোট ৮টি রিভিউ নিয়েও কোনো সাফল্যের দেখা পায়নি দুই দল।
উল্লেখ্য, ডারবান টেস্টে শ্রীলঙ্কাকে ২৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। আগামী ৫ ডিসেম্বর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।
ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৪/বিটি