
একসময় সাদা বলের পাশাপাশি লাল বলের ক্রিকেটেও জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন সৌম্য সরকার। তবে এখন জাতীয় দলের রঙিন পোশাকে দেখা গেলেও, সাদা পোশাকে অনেক বছর ধরেই দলের বাইরে আছেন এই ওপেনার। তবে পুনরায় টেস্ট দলে ফিরতে আগ্রহী এই বাঁহাতি ব্যাটার।
জাতীয় দলের হয়ে সবশেষ ২০২১ সালে টেস্ট ম্যাচ খেলেছিলেন সৌম্য। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এরপর আর ডাক পড়েনি টেস্ট দলে। অনেকদিন টেস্ট দলের বাইরে থাকার পর পুনরায় লাল বলের ক্রিকেটে ফিরতে আগ্রহী তিনি। তার এ আগ্রহের কথা জানিয়েছেন বিসিবির কোচ সোহেল ইসলাম।
সোহেল বলেন, ‘যখন আমাদের লাল বলের ক্রিকেট নিয়ে অনুশীলন চলছিলো, তখন সৌম্য জিএসএলে খেলছিল। এখন সে ফিরে এসেছে, আমরা এখন সাদা বলের অনুশীলন করছি। আসলে একজন খেলোয়াড় সব ফরম্যাটেই খেলতে চায়, কেউই একটি ফরম্যাটে সীমাবদ্ধ থাকতে চায় না। সৌম্য নিজেও লাল বলের ক্রিকেটে খেলতে আগ্রহী। তার টেস্ট খেলার দক্ষতা ও সক্ষমতা উভয়ই আছে। কারণ এর আগেও সে টেস্ট ম্যাচ খেলেছে।’
সবাই সব ফরম্যাটে খেলতে চাইলেও সাদা বল ও লাল বলের ক্রিকেটের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। আর প্রতিটা খেলোয়াড় যেন সেই কৌশলগুলো রপ্ত করতে পারে সেই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন সোহেলসহ অন্যান্য কোচেরা।
সোহেল বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে সবাই সব ফরম্যাটে খেলতে চায়। তবে লাল বল ও সাদা বলের ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ব্যাটিং কৌশল, মানসিকতা, ম্যাচের পরিকল্পনা এবং শট প্রয়োগসহ নানা ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। এই কারণেই আমরা খেলোয়াড়দের এগুলো প্রশিক্ষণ দিই, যাতে তারা সহজেই এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে কৌশলগুলো কাজে লাগাতে পারে।’
প্রসঙ্গত, ২০১৪ সালে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হয় সৌম্যর। এরপর ২০২১ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ১৬টি টেস্ট খেলেছেন তিনি। এর মধ্যে ৩০ ইনিংসে ব্যাট প্রায় ২৮ গড়ে ৮৩১ রান তুলেছেন এই ওপেনার। যেখানে একটি সেঞ্চুরি ও ৪টি ফিফটি রয়েছে।
ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৫/বিটি
