Connect with us
ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করলেন সৌম্য-তানভীর-নাসুমরা

Soumya, Tanvir, and Nasum make big jumps in the rankings.
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সৌম্য-তানভীর-নাসুমরা। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত এই সিরিজে ব্যাট হাতে দারুণ করেছেন সৌম্য সরকার। যার প্রতিফলন পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে। একইভাবে স্পিনার তানভীর ইসলাম ও নাসুম আহমেদও দলের জয়ে অবদান রেখে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।

আজ বুধবার (২৯ অক্টোবর) হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তালিকায় উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার।

ব্যাটারদের তালিকায় সবচেয়ে বেশি উন্নতি করেছেন সৌম্য সরকার। ২৪ ধাপ এগিয়ে ৬৩তম স্থানে উঠে এসেছেন এই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডেতে ৯১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। সবমিলিয়ে তিন ম্যাচে ১৪০ রান করেন এই বাঁহাতি।



বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন তাওহীদ হৃদয়। ৩৫ নম্বরে অবস্থান করছেন এই মিডল অর্ডার ব্যাটার। তার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। হৃদয়ের পরে ৪২ নম্বরে অবস্থান করছেন নাজমুল হোসেন শান্ত। একধাপ উন্নতি করেছেন এই বাঁহাতি ব্যাটার। মেহেদি হাসান মিরাজও আছেন অপরিবর্তিত ৬৩ নম্বরে।

তবে অবনতি হয়েছে জাকের আলীর। ৩ ধাপ পিছিয়ে ৮১ নম্বরে নেমে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৫ ধাপ পিছিয়েছেন লিটন দাস। তবে উইন্ডিজ সিরিজে খেলেননি কেউ।

এদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছেন তানভীর ইসলাম। ২৭ ধাপ এগিয়ে ব্রাইডন কার্সের সঙ্গে যৌথভাবে ৬৮ নম্বরফ অবস্থান এই স্পিনার। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ ধাপ এগিয়েছেন নাসুম আহমেদ। এক লাফে ৪৭ নম্বরে উঠে এসেছেন এসেছেন এই স্পিনার।

বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থানে আছেন মেহেদি হাসান মিরাজ। একধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন এই স্পিনার। উন্নতি হয়েছে রিশাদেরও। ৪ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠে এসেছেন এই লেগস্পিনার।

তবে পিছিয়েছেন পেসাররা। তাসকিন আহমেদ ২ ধাপ পিছিয়ে ৪০ নম্বরে নেমে গেছেন। মুস্তাফিজুর রহমান ৩ ধাপ পিছিয়ে ৬০ নম্বরে অবস্থান করছেন। এছাড়া শরিফুল ইসলাম ২ ধাপ পিছিয়ে ৬৩ এবং তানজিম সাকিব ৪ ধাপ পিছিয়ে ৭৭ নম্বরে নেমে গেছেন।

ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট