বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্য সরকার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে শুরুতে ঠিক কী নিয়ে এই নতুন অধ্যায় তা স্পষ্ট করে বলেননি সৌম্য।
ফেসবুকে শেয়ার করা একটি ছবিই আসলে সবকিছু বুঝিয়ে দিয়েছে। ছবিতে কালো টি-শার্ট ও ক্যাপ পরা সৌম্যর পোশাকে সাদা অক্ষরে লেখা ‘ড্যাড’। পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রী প্রিয়ন্তী দেবনাথের ক্যাপেও লেখা ‘মম’। প্রিয়ন্তীর হাতে দেখা গেছে ছোট্ট একটি শিশুর মোজা। ইঙ্গিতটা পরিষ্কার যে সৌম্য-প্রিয়ন্তীর সংসারে আসছে নতুন অতিথি।

দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়ন্তী দেবনাথকে বিয়ে করেছেন সৌম্য আগেই। এবার সেই দাম্পত্য জীবনে যোগ হতে যাচ্ছে নতুন সদস্য। বাবা হতে চলেছেন জাতীয় দলের এই ক্রিকেটার।
খবরটি প্রকাশ্যে আনতে সৌম্য তার ফেসবুক স্ট্যাটাসে সংক্ষিপ্তভাবেই লিখেছেন, ‘নতুন অধ্যায় শুরু করছি।’ ছোট্ট এই বার্তাতেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটি।
ক্রিকেট মাঠে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া সৌম্যর জীবনে ব্যক্তিগতভাবে এটি যে এক বড় সুখবর, তা বলার অপেক্ষা রাখে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই সতীর্থ ও ভক্তদের শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।
উল্লেখ্য, সৌম্য সরকার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য। ২০১৫ সাল থেকে বাংলাদেশের হয়ে টানা ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি। অন্যদিকে, প্রিয়ন্তি দেবনাথ পূজার বর্তমান পরিচয় তিনি বাংলাদেশের ক্রিকেটার সৌম্য সরকারের স্ত্রী, যিনি ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি সৌম্যর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৬/টিএ
