Connect with us
ক্রিকেট

বিসিবিতে সুষ্ঠু নির্বাচন চেয়ে সৌম্য-সাব্বির-তাইজুলদের স্ট্যাটাস

Soumya, Sabbir, and Taijul call for fair elections in the BCB through their social media posts.
বিসিবিতে সুষ্ঠু নির্বাচন চেয়ে স্ট্যাটাস দিয়েছেন সৌম্য-সাব্বিররা। ছবি- সংগৃহীত

একদিকে এশিয়া কাপ খেলছে বাংলাদেশ। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত সমর্থকেরা। অন্যদিকে আগামী মাসেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। তবে ক্রিকেট পাড়ায় এই নির্বাচনী আবহ নিয়ে কিছুটা অস্থিরতাও ছড়িয়ে পড়েছে। যা নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এবারের বিসিবি নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে দেখা যাবে চলতি বছর জাতীয় দল থেকে অবসরে যাওয়া তামিম ইকবাল। দুজনেই বিসিবি সভাপতি হওয়ার লক্ষ্যে লড়বেন।

তবে সম্প্রতি তামিম অভিযোগ তুলেছেন, বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করছে সরকার। এ নিয়ে তামিমসহ অনেক সংগঠক সংবাদ সম্মেলন করেন। তাছাড়া সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠি নিয়ে উঠছে প্রশ্ন। সবমিলিয়ে বিসিবি নির্বাচন ঘিরে নানা বিতর্ক শুরু হয়েছে।



এরই মাঝে বিসিবিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। এই তালিকায় আছেন তাইজুল ইসলাম, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, ইরফান শুক্কুর, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, সাব্বির রহমানরা। তাদের স্ট্যাটাসের শব্দগুলোও প্রায় একই।

তাইজুল তার অফিশিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’একই স্ট্যাটাস হুবহু দিয়েছেন সৌম্য, সাব্বির ও মুমিনুলরা।

অন্যদিকে এনামুল লিখেছেন, ‘আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার।’

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ৬ তারিখ রাতেই পাওয়া যাবে নতুন বিসিবি সভাপতি।

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট