Connect with us
ক্রিকেট

ভিসা না পাওয়ায় আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না সৌম্য’র

Soumya ruled out of the Afghanistan series after failing to obtain a visa.
আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না সৌম্য সরকারের। ছবি- সংগৃহীত

আফগানিস্তান সিরিজে আর খেলা হচ্ছে না সৌম্য সরকারের। ইতোমধ্যে শেষ হয়েছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। এখনো দেশেই অবস্থান করছেন তিনি। আগামীকাল (রোববার) মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। তবে তার আগে আর দলের সঙ্গে যোগ দেওয়া হচ্ছে না সৌম্য সরকারের।

মূলত ভিসা জটিলতার কারণে সিরিজের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি সৌম্য। এখনো দেশে আটকে আছেন তিনি। ভিসা ইস্যু নিয়ে গত কয়েকদিন ধরে বিসিবিতে দৌড়াদৌড়ি করতে দেখা দেখা গেছে তাকে৷ তবে শেষ পর্যন্ত এই ইস্যুতে কোনো সমাধান না আসায় আফগান সিরিজে খেলা হচ্ছে না সৌম্যর।

সৌম্যর ভিসা না পাওয়ার বিষয়টি বিসিবি সূত্রের বরাতে নিশ্চিত করেছে দেশের একটি অনলাইন সংবাদমাধ্যম। সূত্র জানিয়েছে, সৌম্য ভিসা না পাওয়ায় আর আফগানিস্তান সিরিজ খেলতে যাওয়া হচ্ছে না।



অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সৌম্য। সবশেষ নেদারল্যান্ডস সিরিজ কিংবা এশিয়া কাপের মূল দলেও জায়গা হয়নি তার। এশিয়া কাপের স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন তিনি। তবে আফগানিস্তান সিরিজে লিটনের ইনজুরিতে কপাল খুলেছিল এই ব্যাটারের। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। তার বদলি হিসেবেই দলে ডাক পেয়েছিলেন সৌম্য। তবে ভিসা জটিলতায় সেই সুযোগও হারালেন এই অভিজ্ঞ ওপেনার।

গতকাল (শুক্রবার) আফগানিস্তান সিরিজের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে বিসিবি ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি সৌম্যরম যে কারণে পরবর্তীতে আর আরব আমিরাতে সফরের সুযোগ নেই এই তারকা ব্যাটাররের।

এদিকে এশিয়া কাপ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন লিটন। এশিয়া কাপে বাংলাদেশের শেষ দুটি ম্যাচে খেলতে পারেনটি টাইগার অধিনায়ক। ইনজুরি কারণে ছিটকে গেছেন পুরো আফগানিস্তান সিরিজ থেকেও। ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন তিনি। তার পরিবর্তে টি-টোয়েন্টি নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী অনিক। এই উইকেটরক্ষক ব্যাটারের নেতৃত্বে প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে টাইগাররা।

আগামীকাল (রোববার) হোয়াইটওয়াশের লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট