Connect with us
ক্রিকেট

আফগানিস্তান সিরিজে সৌম্যর খেলা নিয়ে অনিশ্চয়তা

Soumya doubtful about playing in Afghanistan series
ভিসা জটিলতায় আফগানিস্তানের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কায় সৌম্য। ছবি- এসিবি

আর দু’দিন পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি ম্যাচ। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে এই সিরিজ। এশিয়া কাপের স্কোয়াডে জায়গা না পেলেও এই সিরিজের টি-টোয়েন্টি দলে আছেন সৌম্য সরকার। তবে সিরিজ শুরুর দু’দিন আগেও দলের সঙ্গে যোগ দিতে পারেননি এই ওপেনার। 

অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সৌম্য। সবশেষ নেদারল্যান্ডস সিরিজ কিংবা এশিয়া কাপের মূল দলে জায়গা হয়নি তার। এশিয়া কাপের স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত এশিয়া কাপে খেলার সুযোগ না পেলেও আফগানিস্তান সিরিজে কপাল খুলেছে এই ব্যাটারের।

মূলত এশিয়া কাপ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন লিটন দাস। এশিয়া কাপে বাংলাদেশের শেষ দুটি ম্যাচে খেলতে পারেনটি টাইগার অধিনায়ক। ইনজুরি কারণে ছিটকে গেছেন আফগানিস্তান সিরিজ থেকেও। আর লিটনের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন সৌম্য। এশিয়া কাপ খেলা দলের অন্যান্য সদস্যরা আগে থেকেই আমিরাতে অবস্থান করছেন। তবে সৌম্য এখনও দেশেই অবস্থান করছেন।



মূলত ভিসা জটিলতায় তার আমিরাত যাত্রা পিছিয়ে যাচ্ছে। এখনও ভিসা না পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এনসিএল টি-টোয়েন্টিতে খেলার কারণে এখনও সিলেটে অবস্থান করছেন সৌম্য। সেখানে আজও অনুশীলন করতে দেখা গেছে তাকে।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে লিটনের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাকের আলী। এশিয়া কাপে সুপার ফোরের শেষ দুই ম্যাচেও নেতৃত্বে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। আগামী ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

আফগানিস্তান সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি দল:

জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট