নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল দল। এই দুই ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কানাডা থেকে দেশে ফিরেছেন জাতীয় দলের ফুটবলার সোমিত সোম।
কানাডিয়ান ক্লাব কাভালরি এফসির হয়ে খেলা শেষ করেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সোমবার ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলে মঙ্গলবার রাত বারোটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই ডিফেন্ডার।
কানাডায় মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেললেও এখন ঢাকায় কিছুটা গরমে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং হবে সোমিতের জন্য। তবুও পেশাদার ফুটবলার হিসেবে মানিয়ে নেওয়া খুব বেশি সমস্যার হবে না। আজ (বুধবার) জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করবে বাংলাদেশ দল, সেখানে যোগ দেবেন তিনি।
বাংলাদেশের জার্সিতে সোমিতের অভিষেক হয় গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচে। দ্বিতীয় ম্যাচেই, ৯ অক্টোবর, গোলের দেখা পান তিনি। তবে দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে ভুটানের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। পরের ম্যাচে, ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে, দ্বিতীয়ার্ধে সুযোগ দেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আর তাতেই সুযোগ কাজে লাগান এই ফুটবলার।
আগামী ১৩ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। দুই ম্যাচই দলের জন্য বড় পরীক্ষা, আর কানাডা প্রবাসী সোমিতের ফেরা কোচ ক্যাবরেরাকে নতুন করে পরিকল্পনা করতে সাহায্য করবে।
ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন আরেক তারকা ফুটবল হামজা দেওয়া চৌধুরী। সবকিছু ঠিকঠাক থাকলে নেপাল ম্যাচের একাদশে দেখা যেতে পারে এই দুই ফুটবলারকে। হামজা ও সৌমতের যোগদান মানসিকভাবে বাংলাদেশ দলকে অনেকটাই এগিয়ে রাখবে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ জাতীয় দল দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল সফর করেছিল। নির্ধারিত সময় অনুযায়ী ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি হলেও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি বাতিল করতে হয়। নেপালের অস্থিরতার কারণে বাংলাদেশ দলকে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরত আনা হয়েছিল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/টিএ