Connect with us
ক্রিকেট

২০২৫ জিএসলের ট্রফি উন্মোচন করলেন সোহানরা, খেলা শুরু কবে?

Sohan and others unveil 2025 GSL trophy
২০২৫ জিএসলের ট্রফি উন্মোচন করলেন সোহানরা ছবি- জিএসএল

আগামীকাল (বৃহস্পতিবার) মাঠে গড়াচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। এর আগে আজ টুর্নামেন্টটির ট্রফি উন্মোচন করা হয়েছে। যেখানে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্সের শিরোপাজয়ী অধিনায়ক নুরুল হাসান সোহান উপস্থিত ছিলেন। এছাড়া বাকি চার দলের অধিনায়কও উপস্থিত ছিলেন এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানে।

গতবারের মতো এবারও পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের ৫টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। স্বাগতিক গায়ানার পাশাপাশি এবারও অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। গত আসরে শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজিটি।

তবে এবারদের আসর থেকে বাদ পড়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও পাকিস্তানের লাহোর কালান্দার্স। তাদের জায়গায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেনস, নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্ট্যাগস ও দুবাইয়ের আইএলটি-২০ চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস।

এবার আসরেও থাকছে না প্লে-অফ পর্ব। লিগপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালের টিকিট পাবে। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।

আরও পড়ুন:

» ক্রিকেটে স্কটল্যান্ডকে হারিয়ে দিল ১৯ ধাপ পিছিয়ে থাকা ইতালি

» ভুটান থেকে অসুস্থ মায়ের জন্য দোয়া চাইলেন ঋতুপর্ণা 

আগামীকাল (১০ জুলাই) গায়ানায় পর্দা উঠবে জিএসএলের দ্বিতীয় আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে মাঠে নামবে দুবাই ক্যাপিটালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। পরদিন (১১ জুলাই) ভোরে স্বাগতিক গায়ানার বিপক্ষে ম্যাচ দিয়ে জিএসএল অভিযান শুরু করবে রংপুর রাইডার্স। বাংলাদেশ সময় ভোর ৫ টায় শুরু হবে ম্যাচটি।

এবারের আসরের জন্য বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে রংপুর রাইডার্স। ৯ দেশি ও ৭ বিদেশি ক্রিকেটারের সমন্বয়ে এবার দল গঠন করেছে ফ্রাঞ্চাইজিটি। তবে জাতীয় দলের খেলা থাকায় এবারের আসরে বাদ পড়েছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদি।

ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট