Connect with us
ক্রিকেট

কোয়াবের সহ-সভাপতি সোহান, শান্ত-মিরাজরা কোন পদ পেলেন?

Sohan elected CWAB vice-president, what posts did Shanto and Miraz get
কোয়াবে পদ পেয়েছেন সোহান-মিরাজ-শান্তরা। ছবি- সংগৃহীত

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর কার্যক্রম অনেকদিন বন্ধ থাকার পর আবার নতুন করে চালু হচ্ছে। আজ (৪ সেপ্টেম্বর) কোয়াবের নির্বাচনের মধ্যে দিয়ে ফের শুরু হতে যাচ্ছে সংগঠনটির কার্যক্রম।

কোয়াবের নির্বাচনের মধ্য দিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন। সভাপতি পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী সেলিম শাহেদকে চার গুণেরও বেশি ভোটের ব্যবধানে হারান এই উইকেটরক্ষক ব্যাটার।

কোয়াবের কার্যনির্বাহী কমিটির পদসংখ্যা ১১ টি। এর মধ্যে সভাপতির পদ ছাড়া বাকি১০ পদেই ছিল একক প্রার্থী। যে কারণে ১০ জনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বাকি ১০ সদস্য হলেন— শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, খালেদ মাসুদ পাইলট, ইমরুল কায়েস, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ ও ইরফান শুক্কুর।



এদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। সাধারণ সম্পাদকের পদ না থাকায় সিনিয়র সহ-সভাপতির পদ পেয়েছেন তিনি। আর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আছেন সদস্য পদে। এ ছাড়া সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, নারী ক্রিকেটার রুমানা আহমেদ এবং ইমরুল কায়েস, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, আকবর আলিরাও আছেন সদস্য পদে।

এদিন বিসিবি প্রাঙ্গণে বিকাল ৩টায় শুরু হয় ভোটগ্রহণ, যা চলে ৫টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টার দিকে ফলাফল প্রকাশ করা হয়। মোট ২১৫ জনের ভোট দেওয়ার সুযোগ ছিল। এর মাঝে ভোট দিয়েছেন ১৯০ জন, তবে ২টি ভোট বাতিল হয়েছে। বাকি ১৮৮ ভোটের মধ্যে ১৫৪টি ভোট পেয়েছেন মিঠুন। অন্যদিকে শাহেদ পেয়েছেন মাত্র ৩৪টি ভোট। ফলে বড় ব্যবধানে জয় পান মিঠুন।

ক্রিফোস্পোর্টস/৪সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট