Connect with us
ক্রিকেট

শেষ বলে ক্যাচ মিস করলেন সোহান, ম্যাচ গড়াল সুপার ওভারে

Sohan dropped the catch on the last ball, and the match went to a Super Over.
সোহান ক্যাচ মিস করায় ড্র হয়েছে ম্যাচ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে ১০০ ওভারের রোমাঞ্চকর লড়াই শেষে জয় পেল না কোনো দল। শেষ ওভারের রোমাঞ্চে ম্যাচটি ড্র হয়েছে। তাতে ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। বাংলাদেশের হয়ে বোলিংয়ে আসেন সাইফ হাসান। তবে সাইফের ওভারে ৫ রানের বেশি নিতে পারেনি ক্যারিবিয়ানরা।



সাইফের বিপরীতে ব্যাটিংয়ে ছিলেন আকিল হোসেন। প্রথম ২ বলে কোনো রানই নিতে পারেননি তিনি। সাইফের বলে পরাস্ত হয়ে ব্যাটে-বলে সংযোগ ঘটাতে ব্যর্থ হন আকিল। ওভারের তৃতীয় বলে এক রান নিলে স্ট্রাইকে আসেন শাই হোপ। তিনি এসে চতুর্থ আরও একটি সিংগেল নেন।

শেষ দুই বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৩ রান। পঞ্চম বলে সাইফকে বড় শট খেলতে গিয়ে ব্যাটে-বলে সংযোগ ঘটাতে ব্যর্থ হন আকিল। সাইফের স্টাম্প টু স্টাম্প বল গিয়ে আঘাত হানে আকিলের স্টাম্পে। তাতে নবম উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এর ফলে সুযোগ তৈরি হয় জয়ের, আশা ফিরে পায় বাংলাদেশ।

শেষ বলে ক্যারিবিয়ানদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান, হাতে ছিল এক উইকেট। সাইফের বিপরীতে ব্যাটিংয়ে ছিলেন খ্যারি পিয়ের। শেষ বলে সাইফকে উড়িয়ে মারতে গিয়ে গালি ও ব্যাকওয়ার্ড পয়েন্টের মাঝামাঝি জায়গায় ক্যাচ তুলে দেন পিয়ের। এই ক্যাচ তালুবন্দি করতে উইকেটের পেছন থেকে দৌড়ে যান নুরুল হাসান সোহান। তবে দৌড়ে গিয়ে ঝাপিয়ে পড়েও ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন এই উইকেটরক্ষক।

এই সুযোগ দৌড়ে ২ রান নিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তাতে দুই দলের স্কোরলাইন সমান হয়ে যায়। ফলে ১০০ ওভার বোলিংয়ের পরও কোনো জয়ী দল পাওয়া যায়নি এবং ম্যাচ গড়ায় সুপার ওভারে।

ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট