Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে দর্শকদের জয় উপহার দিতে চান সোবহানা মোস্তারি

Sobhana Mostary
সোবহানা মোস্তারি। ছবি- ক্রিকইনফো

নারী ওয়ানডে বিশ্বকাপের শুরুটা পাকিস্তানকে হারিয়ে ভালোই করেছিল বাংলাদেশ। সেই জয়ের পর প্রত্যাশা বেড়েছিল দর্শক সমর্থকদের। তবে তারপরে আরো চার ম্যাচ খেলেও কাঙ্খিত ফলাফল পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। অস্ট্রেলিয়ার কাছে বাজে ভাবে পরাজিত হয়ে শুয়ে দর্শকদের জয় উপহার দিতে চাওয়ার কথা জানান সোবহানা মোস্তারি।

গতকাল বৃহস্পতিবার ভারতের ভিশাখাপাটনামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। যেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় লাল-সবুজের প্রতিনিধিরা। বিপরীতে ১০ উইকেট হাতে রেখে বড় জয় তুলে নিয়েছে সর্বোচ্চ ৭ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিন টাইগ্রেস ব্যাটারদের মধ্যে ফিফটি তুলে নিয়েছেন সোবহানা মোস্তারি। যা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের নারী ক্রিকেটারদের প্রথম অর্ধশতকের ইনিংস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৮০ বলে ৬৬ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস খেলেন সোবহানা। তবে জয়ের দেখা না পাওয়ায় ম্যাচ শেষে তার কণ্ঠে ঝরেছে হতাশা।



দর্শকদের প্রত্যাশার ব্যাপারে সংবাদ সম্মেলনে মোস্তারী বলেন, ‘দর্শকরা অনেক আশা করে আমাদের নিয়ে। আমরাও হারতে চাই না। আমরাও চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা করব দর্শকরা যেভাবে সাপোর্ট করে যাচ্ছে, সবার চেষ্টা থাকবে তাদের জয় উপহার দেওয়ার। দলের সবাই এটা চেষ্টা করছে। অস্ট্রেলিয়ার সাথে ভালো টোটাল হয়নি। ফিল্ডিংয়েও খারাপ করেছি। সামনের ম্যাচের আগে অবশ্যই অসুবিধাগুলো নিয়ে কাজ করব।’

ম্যাচের শুরু দেখে মনে হয়েছিল এদিন ২০০ এর অধিক করতে পারে বাংলাদেশ দল। তবে দ্রুত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত হয়নি তেমনটা। ম্যাচ নিয়ে মোস্তারী বলেছেন, ‘আসলে উইকেট ভালো ছিল। মাঝে আমরা ২৫ ওভারে ১০০ করেছি পরে (নিগার সুলতানা) জ্যোতি আপু আউট হয়ে গেলেন পরে ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে চাপে পড়ে গেছি আমরা। ২০০+ রানে যেতে পারিনি তাই।’

বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। অপরদিকে টানা চার ম্যাচে পরাজিত হয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন রীতিমত শেষ হয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের। এখনো বাকি রয়েছে বাংলাদেশের দুই ম্যাচ। যেখানে শ্রীলঙ্কা ও ভারতের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট