Connect with us
ক্রিকেট

প্রথম বাংলাদেশি নারী হিসেবে অজিদের বিপক্ষে সোবহানার ফিফটি

Sobhana Mostari scores Fifty against Australia
সোবহানা মোস্তারির ফিফটি। ছবি- ক্রিকইনফো

মাত্র দ্বিতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। পাকিস্তানকে হারানো ব্যতীত চলতি আসরে তেমন বড় কোন সফলতা না পেলেও ব্যক্তিগত পারফরমেন্সে আলো কেড়েছেন একাধিক টাইগ্রেস ক্রিকেটার। এবার বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে অর্ধশতক হাকানোর কীর্তি করেছেন সোবহানা মোস্তারি।

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে আজ বৃহস্পতিবার ভারতের ভিশাখাপাটনামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় লাল-সবুজের প্রতিনিধিরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৮০ বলে ৬৬ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস খেলেন সোবহানা।

অস্ট্রেলিয়ান নারী দলের বিপক্ষে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪ ম্যাচ খেলা হয়েছে বাংলাদেশের। তবে কখনোই জয়ের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। আর সেই ম্যাচগুলোতে এর আগে অর্ধশতকে দেখা পায়নি কোনও টাইগ্রেস ব্যাটার। সেই কাজটি করে দেখালেন সোবহানা মোস্তারি।



চলতি আসরে এটি সোবহানার দ্বিতীয় ফিফটি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও তিনি খেলেছিলেন ৬০ রানের একটি ইনিংস। যার আগে ওয়ানডে ক্যারিয়ারে কোন অর্ধশত ছিল না এই টাইগ্রেস ব্যাটারের।

এদিকে গত ম্যাচে ফিফটি তুলে নেওয়া শারমিন আক্তার সুপ্তা আজ ক্রিজে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। ৩৩ বলে ৩ চারের মারে ১৯ রান করে ফেরেন এই ইনফর্ম ব্যাটার। আরেকবার ব্যাট হাতে ব্যর্থ হলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৩৫ বল খেলে মাত্র ১২ করেই সাজঘরে ফেরেন তিনি। তার ইনিংসে কোনো চারের মার ছিলনা। চলতি আসরে এখনো প্রথম ফিফটি তুলে নেওয়ার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার।

এর বাইরে বাকিরা ব্যাট হাতে দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। ওপেনার ফারজানা হক ২৪ বল খেলে ৮ রান করেন। রান পাননি চলতি আসরের দ্রুততম ফিফটি তুলে নেওয়া স্বর্ণা আক্তারও। ২৪ বলে মাত্র ৭ রান করেন এই ব্যাটার। এছাড়া অলরাউন্ডার রাবেয়া খানের ব্যাটে আসে ৬ রান। এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইশ রানের কাছাকাছি সংগ্রহ পায় বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট