Connect with us
ক্রিকেট

বিয়ে ভাঙার গুঞ্জন উড়িয়ে দিলেন স্মৃতি মান্ধানার বাগদত্তের মা

Smriti and Palash
স্মৃতি মান্ধানা ও তার বাগদত্ত। ছবি: সংগৃহীত

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার বাগদত্ত, সংগীত পরিচালক পলাশ মুচ্ছলকে মুম্বাইয়ের একটি হাসপাতালে তিন দিন চিকিৎসা নেওয়ার পর ছাড়পত্র দেওয়া হয়েছে। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে তিনি গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হন তিনি।

এমন এক সময়ে পলাশের অসুস্থতা ধরা পড়ে, যখন স্মৃতি মান্ধানা ও পলাশের বিয়ের অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। অনুষ্ঠানের ঠিক আগের দিনই স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা অসুস্থ হয়ে পড়েন।

বিয়ে স্থগিতের ঘোষণা আসতেই কেউ কেউ দাবি করেছিলেন, পলাশ মুচ্ছলের পরিবার নাকি সাংলি থেকে মুম্বাইয়ে ফিরে গেছে অন্য কোনো কারণে। এ নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে।



তবে এসব গুজব উড়িয়ে দিয়ে পলাশের মা জানান, স্মৃতির বাবার অসুস্থতার খবর পাওয়ার পরই মানসিক চাপে পালাশ অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়। তিনি বলেন, ‘স্মৃতির বাবার সঙ্গে পালাশের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। খবর শুনে সে এতটাই ভেঙে পড়ে যে কান্নায় শরীর খারাপ হয়ে যায়। কয়েক ঘণ্টা তাকে হাসপাতালে রাখতে হয়। সব পরীক্ষা*নিরীক্ষা স্বাভাবিক এলেও মানসিক চাপ এখনও রয়েছে।’

হাসপাতালে ভাইকে দেখতে গিয়ে পালাশের বোন গায়িকা পালক মুচ্ছল গণমাধ্যমকে পারিবারিক গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান। পরে এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘স্মৃতির বাবার অসুস্থতার কারণে স্মৃতি ও পলাশের বিয়ে আপাতত স্থগিত রাখা হয়েছে। এই সময়ে দুই পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার অনুরোধ করছি।’

এদিকে, জল্পনা-কল্পনার মধ্যেই স্মৃতি মান্ধানা তার সোশ্যাল মিডিয়া থেকে সব প্রাক-বৈবাহিক ছবি ও ভিডিও সরিয়ে দিয়েছেন। কেবল পলাশকে নিয়ে আগের পোস্টগুলোই রয়েছে।

পারিবারিক সূত্রমতে, টানা মানসিক চাপে ছিলেন পলাশ মুচ্ছল। স্মৃতির বাবার হঠাৎ অসুস্থতার খবরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন, যা তার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।

২৩ নভেম্বর সকালে, বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর কয়েক ঘণ্টা আগে অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্র জানান, সকাল থেকেই তিনি অস্বস্তি অনুভব করছিলেন এবং পরে অবস্থার অবনতি হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্মৃতির বাবার অসুস্থতা নিয়ে তুহিন বলেন, ‘কোনো ঝুঁকি না নিয়ে আমরা দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে যাই। তিনি এখন পর্যবেক্ষণে আছেন। বাবার সঙ্গে স্মৃতির ঘনিষ্ঠ সম্পর্কের কারণে, তার পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ের অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, ২৫ নভেম্বর সকালে শ্রীনিবাস মান্ধানাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। ২৩ নভেম্বর হৃদরোগের উপসর্গ দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার চিকিৎসা ও পর্যবেক্ষণ চলেছে।

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট